রিয়াজুল হক সাগর,রংপুর; শুক্রবার বিকাল ৩:৩০ ঘটিকায় হারাগাছ সাহিত্য সংসদের ২৩ তম মাসিক সাহিত্য আসর সংসদের হকবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারাগাছ সাহিত্য সংসদের সম্মানিত সভাপতি দিলগীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আবুল কাশেম। সাহিত্য আসরে কবিতা পাঠ করেন,, মাসুম মোরশেদ, তাপস মাহমুদ, ময়নুল ইসলাম,কবিও সাংবাদিক রিয়াজুল হক সাগর, মনিরুজ্জামান কিরণ, আবদুল্লাহ ফরহাদুজ্জামান,আখতারুজ্জামান সবুজ, লামিয়া আক্তার,।
বক্তব্য রাখেন উপদেষ্টা আ্যাডভোকেট ওয়াজিহার রহমান, ডাঃ আবু জাফর আল মুরাদ, উপদেষ্টা আহসান হাবীব শাহজাহান, এনামুল হক, নয়ন মণি, রাজু ইসলাম, মনিরুল ইসলাম প্রমুখ । গান পরিবেশন করেন উপদেষ্টা আবু সাদেক সুলতান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্পাদক ময়নুল ইসলাম।