জাহিদুল হক রনি, নড়াইল। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ, নড়াইল জেলা শাখা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচি ঘোষণা করেছে। ৫ মে (রবিবার), নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি নাইম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে এক দিনের কর্মসূচি ঘোষণা করে।
আগামী ৬ মে (সোমবার), নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গনে সকাল ১০ টায় ফিলিস্তিনের পতাকা উত্তলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশের কর্মসূচি উল্লেখ করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়,ন্যায্যতা-ন্যায়-মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনিদের উপর পরিচালিত মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্বব্যাপী শিক্ষার্থী সমাজ,শিক্ষক ও সচেতন নাগরিকরা যে আন্দোলনের সূচনা করেছে তার প্রতি সংহতি প্রকাশ করেছে বাংলার স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী শহিদের রক্তস্নাত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। তাই বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং হত্যাযজ্ঞ বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
বাংলাদেশ ছাত্রলীগ, নড়াইল জেলা শাখার অন্তর্ভুক্ত সকল ইউনিটের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীদের উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করার আহবান জানানো হয়। এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীল বলেন, ‘অত্যাচারিত ফিলিস্তিনের নীরহ জনগণের পক্ষে সোচ্চার হয়ে সারা বিশ্বের ন্যায় আমাদের দেশব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়, আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী ফয়সাল ভাইকে সংগ্রামী সালাম ও অভিনন্দন জ্ঞাপন করছি, পাশাপাশি আমার সকল ইউনিটের নেতাকর্মীদের ঘোষিত কর্মসূচিতে উপস্থিত থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি’।