মোঃমনির মন্ডল,সাভারঃ ঢাকার ধামরাইয়ে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় মূলহোতাসহ ৪জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪ এর একটি আভিযানিক দল। মোটরসাইকেল ক্রয়ের জন্য টাকা যোগাড় করতে তারা এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে জানায় র্যাব। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে আশুলিয়ার নবীননগর এলাকার র্যাব-৪, সিপিসি-২ এর নবীনগর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৪, সিপিস- ২ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।
এর আগে বুধবার রাতে ঢাকার সাভার, ধামরাই ও মানিকগঞ্জের সদর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকার ধামরাই এলাকার শান্ত মনি দাস ওরফে বিচ্ছু শান্ত (১৯), বিজয় মনি দাস (২০) ও শ্রীকান্ত কর্মকার (২০) এবং মানিকগঞ্জ জেলার বিশ্বনাথ মনি দাস ওরফে বিশু (২০)। ভুক্তভোগী কালাম বিশ্বাস টাঙ্গাইল জেলার নাগরপুর থানাধীন ধুপুরিয়া এলাকার বাসিন্দা। সে সাভারের ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতো বলে জানা যায়। র্যাব জানায়, গত ৯ জুন দুপুরে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের পশ্চিম বাড়িগাঁও এলাকা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়।