খন্দকার ছদরুজ্জামান, জেলা প্রতিনিধি নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার ১১নং ইতনা ইউনিয়নের ইতনা পূর্বপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল শেখ ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি অইন্না ইলাইহির রাজিউন। বৃহস্পতিবার (১৩ই জুন) এশার নামাজের পরে ইষ্টক জনিত কারণে লোহাগড়া ডক্টরস হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টা ১০ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর ওনার স্ত্রী দুই মেয়ে ও এক ছেলে এবং আরও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার ১৪ই জুন ইতনা পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় লোহাগড়া থানা পুলিশের একটি দল গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানান।
এসময় লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ জহুরুল ইসলাম ,ইতনা ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা কমান্ডর কাজী আকবর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল হান্নান, সাংবাদিক খন্দকার ছদরুজ্জামান ও বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বাদ জুম্মা মরহুমের জানাজার নামাজ শেষে ইতনা পূর্ব পাড়া করব স্থানে দাফন সম্পূর্ণ করা হয়েছে। খন্দকার ছদরুজ্জামান, নড়াইল:০১৭৩৬-৫৮০১২৮. তারিখ:১৪/০৬/২০২৪ ইং,