মেহেদী হাসান,বিশেষ প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনিক ভবন সভাকক্ষে এ মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ আফিল উদ্দিন এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সোহরাব হোসেন, সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত,
উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা খাতুন সালমা, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম এম মামুন হাসান,উপজেলার বাস্তবায়ন অফিসার শাহরিয়ার মাহমুদ রনজু সহ উপজেলার প্রতিটি উপজেলার জনপ্রতিনিধিব ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দাপ্তরিক কর্মকর্তাবৃন্দগণ। সকালে মাসিক সভা অনুষ্ঠিত হওয়ার আগে ২০২৩-২০২৪ অর্থ বৎসরে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) ও উপজেলা রাজস্ব উন্নয়ন তহবিল এর আওতায় শার্শা উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে খেলার সামগ্রী, বাইসাইকেল, সেলাইমেশিন, ডেঙ্গু প্রতিরোধক ঔষাধ ও হুইল চেয়ার বিতরন করেন অতিথিরা। বিতরণকৃত মালামালের মধ্যে ক্রিকেট ব্যাট ২০০ পিচ, ভলিবল ৪৫ পিস, ফুটবল ২৫০ পিস,বাইসাইকেল ৪২ পিস, সেলাই মেশিন ১৬ পিস,ডেঙ্গু প্রতিরোধক ঔষাধ ২১ প্যাকেট এবং ১৯ পিস হুইল চেয়ার রয়েছে।