মনির খান বিশেষ প্রতিনিধি।
নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর গ্ৰামের ১ নং ওয়ার্ডের বাসিন্দা, মোঃ এনামুল হক মৃধা গত ৪
দিন ধরে নিখোঁজ রয়েছেন।
এনামুল হক মৃধা, ঈগল পরিবহনের লক্ষীপাশা শাখার ম্যানেজার হিসেবে দীর্ঘ বছর যাবত দায়িত্ব পালন করে আসছে। এনামুল হক মৃধা গত ২৫ জুন ২৪ তারিখ ব্রাহ্মণবাড়িয়া নিউ সাব্বির মটরস প্রযত্নে মোঃ রাসেল, ব্রাহ্মণবাড়িয়া, থানা: সরাইল, জেলা: ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হয় এবং ওখান থেকে একটি মিনি ট্রাক কেনার জন্য পূর্বে থেকে ই এক লক্ষ, পঞ্চাশ হাজার টাকা দেওয়া ছিল। মূলত ওই টাকাটা আনার জন্য বাড়ি থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল।
পরবর্তীতে এনামুল হক মৃধার ছেলে তাহাসিনুল হক মৃধা মোবাইল ফোনের মাধ্যমে নিউ সাব্বির মটরস 01886109508 নাম্বারে যোগাযোগ করে জানতে পারে তার বাবা এনামুল হক মৃধা ওখান থেকে পাওনা টাকা না পেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে
বলে জানতে পারে। তবে বর্তমান নিউ সাব্বির মটরস প্রযত্নে মো: রাসেল এর 01886109508 নং মোবাইল ফোন টি বন্ধ।
এনামুল হক মৃধার ছেলে তাহাসিনুল হক মৃধা তার বাবার কোন খোঁজ খবর না পেয়ে অদ্য ২৮ জুন ২৪ তারিখ শুক্রবার লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজ এনামুল হক মৃধা!
তার গায়ের রং শ্যামলা, উচ্চতা – ৫ ফুট ১ ইঞ্চি
মুখমণ্ডল- গোলাকার, পরনে – প্যান্ট ও শার্ট, মাথার চুল- কালো ও ছোট।
কেহ তার সন্ধান পেলে উক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল,
মোঃ তাহাসিনুল হক মৃধা মোবাইল নং 01911179028