মনির খান বিশেষ প্রতিনিধি। নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিক পুর ইউনিয়নের চর মল্লিক পুর গ্ৰামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক স্কুল মাষ্টার ফায়েক শেখ (৭০) এর বাড়ির ২ টি ঘরের বারান্দায় মানুষের মল ফেলে গেলেন প্রতিপক্ষ। অভিযোগ সূত্রে জানা গেছে, চর মল্লিক পুর গ্ৰামে এক ই বংশে ২ দল পূর্বে থেকে পরিচালিত হয়ে আসছে। একটি দল পরিচালিত করে বীর মুক্তিযোদ্ধা ফায়েক শেখ অপর দলটি পরিচালনা করে খসরু শেখ, এদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত কয়েক মাস পূর্বে ২ পক্ষের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি হলে ও।
গতকাল ৪ জুলাই বৃহস্পতিবার ওই বীর মুক্তিযোদ্ধা ফায়েক শেখ এর বাড়ির পাশে প্রতিপক্ষ ১০/১২ জন মিলে কানাঘুষা করতে দেখতে পায় এবং রাত ১২ টা থেকে ২ টার মধ্যে প্রতিপক্ষ কে বা কাহারা ২ টি ঘরের বারান্দায় মানুষের মল মূত্র ফেলে যায়। উক্ত ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি সহ জনমতের মধ্যে নানাবিধ প্রশ্ন একজন বীর মুক্তিযোদ্ধার বাড়িতে মল মূত্র ফেলা, এটা কোন ধরনের শত্রুতা! সমাজের সচেতন মহলের গন্যমান্য ব্যক্তিবর্গগন এহেন নেককার ও দুঃখজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তবে এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশ কে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেন।