মনির খান নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্ৰামের সৈয়দ নূর আলীর ঘরে আগুন ধরিয়ে দিলেন তার ছেলে ও ছেলের স্ত্রী। অদ্য ৬ জুলাই শনিবার দুপুর ২ টার দিকে কোলা গ্রামের সৈয়দ নূর আলীর বসত বাড়ির একটি রুমে আগুন ধরিয়ে দেয় সৈয়দ নূর আলীর ছেলে সৈয়দ ইসমাইল হোসেন। এবং লোহাগড়া স্টেশনের ফায়ার সার্ভিস এসে সে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, সৈয়দ নূর আলীর শালক তাল বাড়িয়া গ্ৰামের রিজ্জাক মন্ডলের ছেলে তারিকুল মন্ডল ও সাইফুল মন্ডলের সাথে সৈয়দ নূর আলীর কেনা সম্পতি ও স্ত্রীর ওয়ারেশ সূত্রে পাওনা সম্পত্তি মিলে মোট এক একর সম্পতি জোর দখল করে ভোগদখল করে আসছে। এবং ওই জমি নিয়ে প্রায় ২০/২২ বছর ধরে আদালতে মামলা চলমান রয়েছে। তার ই জের ধরে, তারিকুল মন্ডল ও সাইফুল মন্ডলের ইন্দনে সৈয়দ নূর আলীর ছেলে সৈয়দ ইসমাইল হোসেন ঘরে আগুন ধরিয়ে দেয়।
এবং নিজের ঘরে তালা ঝুলিয়ে দিয়ে স্ত্রী তিশা বেগম কে সাথে নিয়ে লাপাত্তা হয়ে যায়। সৈয়দ ইসমাইল হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমার বাবা আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন এটা মিথ্যা ও বানোয়াট। সৈয়দ নূর আলী আরো বলেন, আমার শালকরা আমার নামে মিথ্যা মামলা দিয়ে আমাকে দীর্ঘদিন ধরে হয়রানি করছে আসছে। আজ ওই শালকরাই আমার ছেলে কে ইন্দন দিয়ে ঘর পুড়িয়ে দিয়েছে। এই ঘরে আমার জমি জমা সংক্রান্ত সকল ধরনের কাগজ পত্র ছিল, মূলত ওই কাগজ পত্র গুলো পুড়িয়ে দিয়ে আমাকে দূর্বল করার জন্য ই আগুন ধরিয়ে দিয়ে ছিল। আমি তাদের নামে থানায় অভিযোগ দিবো এবং এর সঠিক বিচার দাবি করছি।