খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পেড়োলী গ্রামে দীর্ঘ দিন পরে পুলিশের সহযোগিতায় নিজ বসত ভিটায় ফিরলো ৫০ টিরও বেশী পরিবার। ১০ জুলাই (বুধবার) নড়াইল-০১ এর বার বার নির্বাচিত সাংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি ও জেলা পুলিশ সুপারের ঐকান্তিক প্রচেষ্টায় জীর্ণ বসত বাড়ী ফিরে পেয়েছেন তারা। তবে অধিকাংশ পরিবার এখনও নিজের বাড়িতে ফিরতে পারিনি। এ ছাড়া প্রতিটি বসত বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। সেখানে থাকার মত পরিবেশ নেই। নতুন করে আবার বসবাস শুরু করতে হবে বলে জানান ভুক্তভোগীরা। জানা যায়, চাঞ্চল্যকর আজাদ হত্যার আসামীরা কোর্ট থেকে জামিন পেলেও দুর্বৃত্তদের ভয়ে ১ বছর ধরে এলাকায় আসতে পারছিলো না। প্রতিপক্ষের হুমকির কারনে তারা বিভিন্ন স্থানে মানবেতর জীবন যাপন করছিলেন। অবশেষে নড়াইল ১ আসনের সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি ও পুলিশ সুপারের নির্দেশনায় ওছি কালিয়ার তত্বাবধানে পেড়লী ক্যাম্পের ইনচার্জ এসআই আজিজুর রহমানের সহযোগীতায় নিরাপদে বসত ভিটায় ফিরেছেন ৫০ টিরও বেশি পরিবার। এ বিষয়ে কালিয়া থানাধীন পেড়োলী পুলিশ ক্যম্প ইনচার্জ আজিজুর রহমান জানান, নড়াইল ১ আসনের সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি ও পুলিশ সুপারের নির্দেশনায় ওছি কালিয়ার তত্বাবধানে পরিবার গুলিকে নিরাপদে বসত ভিটায় উঠাতে সক্ষম হই। খন্দকার ছদরুজ্জামান, নড়াইল:০১৭৩৬-৫৮০১২৮.