খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধি: মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রাজু সরদার (৩০) ও মোঃ বায়েজিদ শেখ (২৪) নামের ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ রাজু সরদার (৩০) নড়াইল জেলার সদর থানাধীন ফেদী গ্রামের মোঃ চান সরদারের ছেলে এবং মোঃ বায়েজিদ শেখ (২৪) একই গ্রামের মোঃ মোস্তফা কামাল মোস্তাক এর ছেলে। গত ১১ জুলাই’২৪ রাত ২২ঃ৫০ ঘটিকার দিকে নড়াইল জেলার সদর থানাধীন ০৩ নম্বর চন্ডীবরপুর ইউপি এর অন্তর্গত ফেদী গ্রামস্থ আসামি মোঃ বায়েজিদ শেখ (২৪) এর বসতবাড়ির পরিত্যক্ত দোচালা টিনের ঘরের মধ্য হতে তাদেরকে আটক করা হয়। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ মেহেদী হাসান, এএসআই (নিঃ) মোঃ মারুফ আহমেদ ও এএসআই(নিঃ) সেলিম রেজা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ রাজু সরদার (৩০) ও মোঃ বায়েজিদ শেখ (২৪) দেরকে গ্রেফতার করে।
এ সময় ধৃত আসামীদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২৫০ (দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে অদ্য ১২ জুলাই’২৪ দুপুর ১৪.২০ ঘটিকার সময় মোঃ রুবেল ভূঁইয়া (২৬) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ রুবেল ভূঁইয়া (২৬) নড়াইল সদর থানার বোড়ামারা গ্রামের মোঃ সবুর ভুঁইয়ার ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সাবিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) ফারুক হোসেন, এএসআই (নিঃ) মোঃ আনিসুজ্জামান ও এএসআই (নিঃ) মোঃ মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর থানাধীন গুপীকান্তপুর জনৈক আকিদুল ইসলামের চায়ের দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর হতে তাকে গ্রেফতার করা হয়। ধৃত আসামির নিকট হইতে অবৈধ মাদকদ্রব্য ১০২ (একশত দুই) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মামলা পরবর্তী আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। খন্দকার ছদরুজ্জামান, নড়াইল:০১৭৩৬-৫৮০১২৮.