মনির খান বিশেষ প্রতিনিধি। তারিখ: ১৩ জুলাই, ২০২৪ নড়াইল, লোহাগড়া: মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে লোহাগড়া উপজেলায় একটি উন্নয়নমূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে। কর্মসূচির আয়োজন করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন লোহাগড়া। এ আয়োজনে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফয়জুল হক রোম ও ভাইস চেয়ারম্যান কে এম মোস্তফা কামাল লিওন মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ।
এছাড়াও, উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিলো লোহাগড়া উপজেলার সার্বিক উন্নয়নের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা এবং মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক পরিকল্পনার ধারাবাহিকতায় লোহাগড়া উপজেলা কে উন্নতির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ফয়জুল হক রোম প্রধান অতিথির বক্তব্যে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশের উন্নয়ন করছেন, সেই ধারাবাহিকতায় আমরা লোহাগড়া উপজেলা কে ও উন্নতির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাই। আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করলে লোহাগড়া উপজেলা কে একটি স্মার্ট ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে পারবো।” অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ তাঁদের বক্তব্যে বলেন লোহাগড়াকে উন্নত ও স্মার্ট উপজেলায় পরিণত করার গুরুত্ব তুলে ধরেন।
তাঁরা বলেন, “স্মার্ট লোহাগড়া উপজেলা গড়ার লক্ষ্যে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। পরিচ্ছন্নতা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আমরা লোহাগড়া উপজেলা কে একটি উদাহরণে পরিণত করতে পারি।” কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিকল্পনা করা হয়। এর মধ্যে রয়েছে রাস্তা-ঘাট সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, স্বাস্থ্য সেবা বৃদ্ধির উদ্যোগ এবং কৃষি উন্নয়ন। এছাড়া, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও সৌন্দর্যবর্ধনের জন্য বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করা হয়। স্মার্ট লোহাগড়া উপজেলা গড়ার লক্ষ্যে এই উন্নয়নমূলক কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই ধরনের উদ্যোগসমূহ লোহাগড়া উপজেলাকে একটি উন্নত, পরিচ্ছন্ন এবং সুন্দর উপজেলায় পরিণত করা সম্ভব।