মোঃমনির মন্ডল,সাভারঃ সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা লাঠিসোটা নিয়ে জমায়েত হয়ে ক্যাম্পাস দখলে নিয়েছেন। এছাড়াও ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসী প্রবেশ টেকাতে ঢাকা-আরিচা মহাসড়কে টহলে নেমেছেন তারা। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১২টায় বিভিন্ন হল থেকে শহীদ মিনারে জড়ো হয়ে একযোগে এ টহল শুরু করেন তারা। এর আগে, বহিরাগত সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নিয়েছে এমন খবর ছড়িয়ে পড়ে ক্যাম্পাসের বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে।
এমন সংবাদ পেয়ে সাধারণ শিক্ষার্থীরা লাঠিসোটা নিয়ে শহীদ মিনারে জমায়েত হতে থাকে। এরপর তারা প্রধান ফটক থেকে ঢাকা আরিচা মহাসড়ক হয়ে বিশমাইল গেট পর্যন্ত টহল দিতে থাকে। জানা যায়, সকাল এগারোটার দিকে বেশ কয়েকটি বাস, পিকআপ ভ্যান, লেগুনা এবং মোটর সাইকেল যোগে ক্যাম্পাসের বিশমাইল গেটের দিকে অবস্থান নেয় বহিরাগতরা। এ ছবি ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শহীদ মিনারে একত্রিত হতে থাকে।
এরপর তারা লাঠিসোটা নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন প্রধান ফটক হতে বিশমাইল গেট পর্যন্ত টহল দিতে থাকে। এসময় পুলিশকে উপাচার্যের বাসভবনের সামনে সতর্ক অবস্থানে দেখা যায়। সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলমগীর কবির বলেন, আমাদের নিরাপত্তা শাখা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।
এর আগে, সোমবার রাতে পুলিশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতেই উপাচার্যের বাসভবনের ভিতরে ঢুকে ছাত্রলীগ নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এসময় চার পিকআপ ভরে বহিরাগত ভাড়াটে সন্ত্রাসীরা ছাত্রলীগের সাথে যোগ দেয়। তিন ঘন্টাব্যাপী নৃশংস হামলায় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিক আহত হন।