কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম আজ থেকে প্রায় তিরিশ বছর আগে বামফ্রন্টের সরকার যখন পশ্চিম বাংলার ক্ষমতায়। তখন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বামফ্রন্টের।আর সেই সময় পশ্চিম বাংলার ভারতের জাতীয় কংগ্রেস এর যুব সভানেত্রী ছিলেন বর্তমান পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময় বামফ্রন্টের সরকারের বিরুদ্ধে বিভিন্ন দাবিতে কলকাতা অচল করতে ডাক দেয় মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় ভারতের জাতীয় কংগ্রেস এর নেতৃত্ব পূর্ণ শক্তি নিয়ে ধর্মতলা অভিযান চালায়।
তখনকার পশ্চিম বাংলার মুখ্যসচিব এর নির্দেশ মেনে কলকাতার পুলিশ বাহিনী ঝাঁপিয়ে পড়ে ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা কর্মীদের উপর। সেই দিন কলকাতার রাজপথ তাজা তরুণদের রক্তে ভেসে যায়। শহীদ হয় 17,জন যুবক। তখনকার মুখ্যসচিব ছিলেন মনীষ গুপ্ত। পরবর্তী সময়ে তিনি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী সভার সদস্য ও বিধায়ক ছিলেন। সেই দিন কে সামনে রেখে এবং স্বরণে রেখে প্রতি বছর একুশে জুলাই স্বরণ সভা অনুষ্ঠিত করেন রাজ্যের তৃনমূল দল।তাই আগামী একুশে জুলাই স্বরণ সভা কে স্বরণীয়, করতে এবং কলকাতার ধর্মতলা ব্যাপকভাবে সাফল্য করতে দক্ষিণ চব্বিশ পরগনা শহর তৃনমূল দলের পক্ষ থেকে সোনারপুর এর মহামায়া তলায় অবস্থিত জয় হিন্দ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় তৃনমূল দলের প্রস্তুতি সভা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার তৃনমূল দলের আই এন টি টি ইউ সি র সভাপতি সাবেক এমপি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও যাদবপুর লোকসভার এম পি সায়নী ঘোষ এবং সোনারপুর বিধায়ক ফেরদৌসী বেগম এবং বারুইপুর পূর্ব এর বিধায়ক বিভাস সরদার ও সোনারপুর ও রাজপুর পৌরসভার চেয়ারম্যান শ্রী পল্লব ঘোষ এবং তৃনমূল দলের নেতা জয়প্রকাশ মজুমদার ও নজরুল ইসলাম সহ অন্যান্য জেলা তৃণমূল দলের নেতৃত্ব।।