নড়াইলে সড়কে ফিরল ট্রাফিক পুলিশ, পেলেন ফুলেল শুভেচ্ছা
খন্দকার ছদরুজ্জামান,
নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলায় মহাসড়কে ট্রাফিক পুলিশ কাজে ফেরায় ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি মুখ করিয়ে স্বাগত জানিয়েছেন সাধারণ জনতা।
মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে কালনা-যশোর মহাসড়কের লক্ষীপাশা চৌরাস্তা এলাকায় ট্রাফিক পুলিশকে স্বাগত জানানো সাধারণ জনগণ।
এসময় ট্রাফিক লোহাগড়া থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক (টিআই) ফারুক আল-মামুন ভুঁইয়া, সার্জেন্ট দিপিকা মন্ডলসহ অন্যান্য ট্রাফিক পুলিশ সদস্য এবং স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।
সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার সকাল থেকে লোহাগড়া উপজেলায় ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ স্থানে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যস্ত সময় পার করছেন পুলিশ সদস্যরা। এছাড়া সাধারণ মানুষের মাঝেও স্বস্তি ফিরেছে।
খন্দকার ছদরুজ্জামান,
নড়াইল:০১৭৩৬-৫৮০১২৮.