মনির খান বিশেষ প্রতিনিধি।
নড়াইলের লোহাগড়া উপজেলার খলিশা খালী গ্ৰামের খলিল মোল্লার ছেলে সুলতান মোল্লা (২০) গত ১০ আগষ্ট ২০২৪ তারিখ শনিবার বেলা ১২ টার দিকে একই গ্রামের মান্নান মোল্লার বাড়ির ভাড়াটিয়ার ৬ বছরের শিশু কন্যা কে, পাখির বাসা ও আখ খাওয়ানোর লোভ দেখিয়ে মেয়েটির হাত ধরে প্রায় ২০০ শত মিটার সামনে একটি নির্জন পরিত্যক্ত বাড়ির আড়ালে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে।
শিশু মেয়েটির সাথে কথা হলে, মেয়েটি বলেন, আমি আমাদের বাসার পাশে খেলা করছিলাম, তখন সুলতান এসে আমাকে বলে এদিকে এসো তোমাকে সুন্দর একটি পাখির বাসা দিচ্ছি! তার পর হাত ধরে আরো সামনে নিয়ে গিয়ে বলে সামনে আখের ক্ষেত থেকে আখ কেটে দিবো,এমন করে আরো সামনে নিয়ে যায় এবং ওখানেই সাবেক মেম্বার খালেকের ভাই পাগলার বাগান বাড়ি, ওই বাড়ির আড়ালে নিয়ে শিশু মেয়েটি কে ধর্ষণ করার চেষ্টা করে।
শিশু মেয়েটির পরনের হাফ প্যান্টটা খোলার সকল ধরনের চেষ্টা চালায় সুলতান মোল্লা।
সুলতান মোল্লা যখন শিশু টাকে ওই বাড়িতে নিয়ে পৌঁছায় ঠিক তখন ই একটি মহিলা দেখতে পেয়ে মেয়েটার মাকে খবর দেয়, খবর পেয়ে মেয়েটার মা চিৎকার দিয়ে মেয়েটার নাম ধরে ডাকতে ডাকতে ঘটনা স্থানে গিয়ে পৌঁছায়, এবং তার কিছু সময় আগে সুলতান মোল্লা, মেয়েটার মার ডাক চিৎকার শুনতে পেয়ে মেয়েটাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
মেয়ের মা সমাজের কাছে বিচার দাবি জানালে, তিন দিন পার হলেও এখন পর্যন্ত কোন প্রকার বিচার পাননি বলে জানান। এবং থানার কার্যক্রম বন্ধ থাকায় কোন প্রকার মামলা বা অভিযোগ দিতে পারে নাই বলে ও জানান।
এলাকাবাসীরা বলেন, সুলতান মোল্লার নামে লোহাগড়া থানার একাধিক চুরি মামলা রয়েছে। এবং আরো কয়েকটি মেয়ে কে ধর্ষণের চেষ্টা করেছে। এর কঠিন বিচার হওয়া উচিত!