1. chitrabani24@gmail.com : admin :
  2. qwsd@postcards-hawaii.com : leannetolmer375 :
  3. herokkazi6@gmail.com : mohidul :
  4. saddamuddinraj@gmail.com : Saddam Uddin Raj : Saddam Uddin Raj
  5. nrlshohan@gmail.com : Shohan Kazi : Shohan Kazi
  6. yusuf@ataberkestate.com : TimothyGuete :
দীর্ঘ ২৭ দিন পর "বেনাপোল এক্সপ্রেস” ট্রেন ঢাকায় গমণ » চিত্রাবানী ২৪ | অনলাইন পত্রিকা
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন

দীর্ঘ ২৭ দিন পর “বেনাপোল এক্সপ্রেস” ট্রেন ঢাকায় গমণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৬ জন পাঠক দেখেছে

মোঃ কুরবান গাজী বেনাপোল প্রতিনিধিঃ শেখ হাসিনা সরকারের পদত্যাগে ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনে গত ১৯ জুলাই/২০২৪ ইং তারিখ থেকে বেনাপোল-ঢাকা রুটে চলাচলকারী “বেনাপোল এক্সপ্রেস” ট্রেন বন্ধ থাকে। দীর্ঘ ২৭ দিন পর পুণরায় চলাচল শুরু করলো ট্রেনটি। ৬১ জন যাত্রী নিয়ে আজ বৃহস্পতিবার(১৫ আগষ্ট) বেলা ১টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল ট্রেনটি। বেনাপোল স্টেশন মাস্টার মো.সাইদুজ্জামান জানালেন-“দেশের দক্ষিন-পশ্চিম কোনে যশোর জেলার সীমান্তবর্তী বেনাপোল একটি অতি গুরুত্বপূর্ণ অঞ্চল। এখানে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর রয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতে পণ্য আদান-প্রদান সহ এ বন্দর দিয়ে পাসপোর্ট যাত্রী সকলের আনাগোনা রয়েছে।

পণ্য এবং যাত্রী চলাচলের সুবিধার্থে দুরপাল্লা পরিবহনের পাশাপাশি ট্রেন চলাচল চালু করে বাংলাদেশ সরকার। কোটা সংস্কার নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই থেকে বেনাপোল থেকে ছেড়ে যাওয়া সকল রুটের ট্রেন চলাচল বন্ধ থাকে। দীর্ঘ ২৭ দিন পর বেনাপোল থেকে সকল রুটে ট্রেন চলাচল পুণরায় শুরু হয়েছে। এ ধারাবাহিকতায় আজ বেলা ১টার দিকে ৬১ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় “বেনাপোল এক্সপ্রেস” ট্রেনটি”। যাত্রী চলাচলের সুবিধার্থে তিনি আরও জানিয়েছেন-ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া “বেনাপোল এক্সপ্রেস” ট্রেনটি প্রতি বুধবার চলাচল বন্ধ থাকে।

যাত্রী পরিবহন ফি-শোভন চেয়ার-৬০০/-(প্রতিজন),চেয়ার(এসি)-১১৫০/-,সীট(এসি)-১৩৮০/-টাকা। এ ছাড়াও-বেনাপোল টু মংলাগামী “মংলা কমিউটর” ট্রেনটি প্রতিদিন সকাল ৯’১৫ মিনিটে মংলার উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রতি মঙ্গলবার চলাচল বন্ধ থাকে। বেনাপোল টু খুলনাগামী “বেতনা এক্সপ্রেস” ট্রেনটি প্রতিদিন বিকাল ৫টায় খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। অপরদিকে,কোলকাতা টু খুলনাগামী “বন্ধন এক্সপ্রেস” ট্রেনটি সপ্তাহে দুইদিন প্রতি বৃহস্পতিবার এবং রবিবার চলাচল করে থাকে। এটি কোলকাতা থেকে ছেড়ে বেনাপোল স্টেশনে সকালে এসে থামে,সকাল ১০টায় খুলনার উদ্দেশ্যে রওয়ানা দেয়,অনুরুপ খুলনা থেকে ছেড়ে এসে বিকালে বেনাপোল স্টেশন এসে পৌছে এবং বিকাল ৪’১৫ মিনিটের দিকে কোলকাতার উদ্দেশ্যে রওয়ানা দেয়। প্রেরক মোঃ কুরবান গাজী বেনাপোল, যশোর তাং -১৫-০৮-২০২৪ মোবাইল নং ০১৯২২৫৮৮৩৮৯

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2022 | Chitrabani 24
Theme Customized By BreakingNews