ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম গত পরশু দিন যখন যখন ভারতের স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে, ঠিক সেই সময় লন্ডনের একটি হোটেলে যৌন হেনস্থা র শিকার হন এক এয়ার ইন্ডিয়ার বিমান সেবিকা। তাকে মেডিকেল পরীক্ষা করে ভারতের বোম্বাই শহরে ফিরিয়ে আনা হয়েছে।
ঘটনা টি ঘটেছে 15,ই, অগাস্ট রাত দশ ঘটিকায়। ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে।ঔ দিন যখন ভারতের ইয়ার ইন্ডিয়ার বিমান যখন লন্ডনের আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করে। তখন ঔ বিমান সেবিকা চলে যান লন্ডনের হিথ্রোত রেডিসন রেড হোটেলে। ঠিক সেই সময় এক ব্যক্তি ফাঁকা পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তৎকালীন ঔ বিমান সেবিকা চিৎকার করলে অনন্যা বিমান সেবিকা ও বিমান কর্মীরা ছুটে আসে।
অভিযুক্ত ধরে ফেলেন। তাকে লন্ডনের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এবং বিমান সেবিকা কে মেডিকেল চেক করে ভারতের বোম্বাই বিমান বন্দরে নিয়ে আসা হয়েছে। এই ঘটনার পর ভারতের ইয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ভারত সরকার এর কাছে আবেদন জানিয়েছেন।।