খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধি: ডেক্ম নিউজ পেশাদায়িত্ব এবং ধৈর্যের পরিচয় দেওয়ায় “সেনা গৌরবের পদক (এসজিপি) অর্জন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত ক্যাপ্টেন আশিক।
১৮ আগষ্ট রোববার দুপুরের দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের কার্যলয়ে তাকে এ সম্নাননা দেওয়া হয়। এ সময় প্রতিকুল পরিস্হিতিতেও পেশাদারিত্ব বজায় রাখতে ক্যাপ্টেন আশিককে মাধুবাদ জানান সেনাপ্রধান। তাকে ভবিষতের জন্যও অনুপ্রাণিত করা হয়। প্রসঙ্গত সম্প্রতি সামাহিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়।সেখানে দেখাযায়, ক্যাপ্টেন আশিক অত্যন্ত বিচক্ষণতা ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতির সামাল দেন এবং সেটির সমাধান করেন।