মনির খান বিশেষ প্রতিনিধি। লোহাগড়া পৌরসভার একটি গুরুত্বপূর্ণ তিন তলা ভবন নির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান ও পৌর কর্তৃপক্ষ যোগসাজসে সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন।
এতে ভবনটির স্থায়িত্ব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে জনমনে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে , নির্মাণের প্রাথমিক পর্যায় থেকেই বিভিন্ন অনিয়ম শুরু হয়। টেন্ডার প্রক্রিয়ায় পৌর কর্তৃপক্ষ পক্ষপাতিত্ব করে ঠিকাদার মিন্টুকে দিয়ে কাজটি করানো হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পৌরসভা কর্মকর্তা জানান, “নির্মাণ সামগ্রীর গুণগত মান যাচাইয়ে যে কঠোরতা প্রয়োজন, তা মানা হয়নি। উপরন্তু, নির্ধারিত মাপ অনুযায়ী কাজ সম্পন্ন না হওয়ায় ভবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
লোহাগড়া পৌরসভার মেয়র অনুপস্থিত থাকায় ইন্জিনিয়ার রতন কুমার রায়ের কাছে সাংবাদিকরা তথ্য চাইলে তিনি তথ্য দিতে অস্বীকার করেন। ভবন নির্মাণের কথা জানতে চাইলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন এবং জানান,”নির্মাণ কাজ নিয়ম মেনে করার কথা, কিন্তু কিছু টা অনিয়ম হচ্ছে , উক্ত অনিয়মের বিষয় আপনারা খবরে প্রকাশ করলে পৌরসভায় ৩ কোটি টাকার বিলটি বন্ধ হয়ে যাবে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্তের মাধ্যমে সঠিক কাজ টি করার দাবি সহ সংশ্লিষ্ট অনিয়মকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ও দাবি জানান,যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্নীতির ঘটনা আর না ঘটে। সর্বোপরি লোহাগড়া বাজার ব্যবসায়ীরা বলেন ৩ তলা ভবন নির্মাণে অনিয়ম হলে ভবিষ্যতে ভবন টি ধ্বসে গিয়ে জান মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।