ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম আজ পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক এর উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের প্রধান মাসকিনা মমতাজ বেগম এর নেতৃত্ব আর জি কর হাসপাতালে র মহিলা ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়। এই মিছিল টি মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক এর উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে প্রায় শতাধিক মানুষ নিয়ে প্রতিবাদ জানিয়ে মিছিল বের করেন।
সকলের হাতে ব্যানার ফেস্টুন নিয়ে প্রতিবাদ জানিয়েছে মিছিল থেকে আওয়াজ তোলা হয়। তাদের দাবি অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং মহিলা জুনিয়র ডাক্তার এর ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের বিরুদ্ধে বিচার দ্রুত সম্পন্ন করে ফাঁসি তে তোলার দাবি করেন। সেই সঙ্গে এই ঘটনার পর তড়িঘড়ি কেন তদন্ত ধামা চাপা দেবার চেষ্টা করে তার বিচার চাই। আজকের এই মিছিলে মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে দাবি জানানো হয়। আজকের এই মিছিল থেকে আর জি কর হাসপাতালে র মহিলা ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তি ও তাদের সাহায্য কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
আজকের এই বিক্ষোভ কর্মসূচি তে উপস্থিত ছিলেন উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত সদস্যরা এবং উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের ভারতের জাতীয় কংগ্রেস এর সভাপতি মনজুর আলম লস্কর ও ঘোলা নওয়াপাড়া গ্রামের পঞ্চায়েতে সদস্য সোহেল রামিজ সর্দার ওরফে হিরো। এবং আজবাহার লস্কর ও জাহির হোসেন হালদার এবং ফতেমা বিবি, ছাড়া বামফ্রন্টের সদস্য হাফিজা বিবি সহ অন্যান্য জেলা ও ব্লক নেতৃত্ব। আজকের এই বিক্ষোভ কর্মসূচি তে যোগদান করার জন্য আগত কর্মীদের অভিনন্দন জানান দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ভারতের জাতীয় কংগ্রেস এর নেত্রী ও উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের প্রধান মাসকিনা মমতাজ বেগম।।