ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম আজ ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শ্রী ডি ওয়াই চন্দ্রচূড় নেতৃত্বে ডিভিশন বেঞ্চ পরিস্কার ভাবে নির্দেশ দিয়েছেন যে দেশের প্রতিটি হাসপাতালে থাকবে জাতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এবং বিশেষ করে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে সবধরনের সহযোগিতা করবে এই কেন্দ্রীয় বাহিনী।আজ আর জি কর হাসপাতালে র অধ্যাপক সন্দীপ ঘোষ যখন তার নিরাপত্তা ও জামিন আবেদন করতে সুপ্রিম কোর্টের আপিল করেন।
ঠিক সেই সময় ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি শ্রী ডি ওয়াই চন্দ্রচূড় নেতৃত্বে ডিভিশন বেঞ্চ এই রায় দেন। কারণ কলকাতার আর জি কর হাসপাতালে মহিলা ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সারা বিশ্বে। এবং এই ঘটনার পর ভারতের কাছে লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে।তাই এই ঘটনা মেনে নেবে না কোন সভ্য সমাজ।আর দেরি না করে আজ থেকেই ভারতের প্রতিটি রাজ্যের হাসপাতালে থাকবে জাতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।আজ সুপ্রিম কোর্টে আইনজীবী শ্রী কপিল সিব্বল যখন পশ্চিম বাংলা র আর জি কর হাসপাতালে র ঘটনা নিয়ে তোলেন তখন সুপ্রিম কোর্টের বিচারপতি শ্রী ডি ওয়াই চন্দ্রচূড় নেতৃত্বে ডি ওয়াই চন্দ্রচূড় নেতৃত্বে ডিভিশন বেঞ্চ বলেছেন যে এই ঘটনার পর সি বি আই তদন্ত করছে, তাদের তদন্ত যাতে কোন অসুবিধা না হয় তা দেখার জন্য বলেছেন।
আর জি কর হাসপাতালে র মহিলা ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ভারতের রাজ্যসভার সদস্য শ্রী সুখেন্দু শেখর রায় ও কল্যাণ ব্যানার্জি এম পি এই ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া ও দোষীদের বিরুদ্ধে বিচার করে ফাঁসি তে ঝলাবার ব্যবস্থা করা দাবি করেন।
এই ঘটনার জন্য দায়ী করে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে পশ্চিম বাংলার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। এবং বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ও অন্যান্য নেতৃবৃন্দ।একই সঙ্গে এই ঘটনার পর দোষীদের শাস্তি দাবি জানিয়ে কলকাতার রাজপথে বিক্ষোভ মিছিল করেছে ভারতের জাতীয় কংগ্রেস নেতা শ্রী অধীর চৌধুরী ও প্রদীপ ভট্টাচার্য এবং অন্যান্য ভারতের জাতীয় কংগ্রেস এর নেতৃত্ব। প্রতিদিন ভারতের কোথাও না কোথাও কলকাতার আর জি কর হাসপাতালে মহিলা ডাক্তারের ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় দোষীদের শাস্তি দাবি তে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।একই সঙ্গে গনতান্ত্রিক মানুষ কলকাতার রাজপথে নেমে বিক্ষোভ কর্মসূচি পালন করছে।।