ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম গতকাল ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নেতৃত্বে তিন সদস্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন যে কলকাতার আর জি কর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। সেই নির্দেশ মেনে আজ সাতসকালেই কলকাতার আর জি কর হাসপাতালে উপস্থিত হয়েছেন 15, সদস্যের কেন্দ্রীয় বাহিনী। যাদের নিরাপত্তা ব্যবস্থা দেখা যায় আন্তর্জাতিক বিমানবন্দরে এবং কয়লা খনিতে ও কেন্দ্রীয় সরকারের অধীনে বিভিন্ন যায়গায়।
আজ সকালে সি আই এস এফ জওয়ানরা পৌঁছে যায় কলকাতার আর জি কর হাসপাতালে। তাদের সঙ্গে ছিল সি আই এস এফ এর ডি আই জি প্রতাপ সিং আই পি এস।গত 8,ই আগস্ট কলকাতার আর জি কর হাসপাতালে এক জুনিয়র মহিলা ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের বিরুদ্ধে বিচার চেয়ে রাজপথে নামে ছাত্র জনতা। তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসে মানবাধিকার বাদী পক্ষের মানুষ।
কলকাতার রাজপথে বিক্ষোভ কর্মসূচি পালন করে বামফ্রন্ট থেকে শুরু করে বি জে পি ও এস ইউ সি আই এবং ভারতের জাতীয় কংগ্রেস নেতৃত্ব। সেই সঙ্গে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে মিছিল বের করেন তৃনমূল দলের সভানেত্রী ও পশ্চিম বাংলা সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার পর দেশ ও দেশের বাইরে আন্দোলন শুরু হয়। প্রতিবাদী মানুষ দেশ ও বিদেশের বিভিন্ন যায়গায় প্রতিবাদ জানিয়ে মিছিল বের করে।এই ঘটনার পর সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার কে গ্রেফতার করে কলকাতা পুলিশ।
কিন্তু প্রতিবাদী মানুষ ও ছাত্র জনতা তা মানতে নারাজ। এই ঘটনার সাথে যুক্ত লোকজনের গ্রেপ্তার এর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।এই ঘটনাটা কলকাতার হাইকোর্টে এবং পরবর্তীতে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে শুনানি চলে। এবং গতকাল সুপ্রিম কোর্টের বিচারপতি শ্রী ডি ওয়াই চন্দ্রচূড় নেতৃত্বে ডিভিশন বেঞ্চ রায় দেন যে কলকাতার আর জি কর হাসপাতালে নিরাপত্তার স্বার্থে দায়িত্ব পালন করবে কেন্দ্রীয় বাহিনী। সেই মত আজ সাত সকালে হাজির হয়েছে সি আই এস এফ জওয়ানরা।।