মনির খান বিশেষ প্রতিনিধি। নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের এড়েন্দা গ্ৰামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত ৫ । এড়েন্দা গ্ৰামে একই বংশের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে ঘাত সংঘাত লেগেই আছে তার ই ধারাবাহিকতায় ২৪ আগষ্ট শনিবার বিকাল ৩ টার দিকে, আইন উদ্দিনের ছেলে ভূমিদস্যু নায়েব আলী, তার ছেলে নয়ন শেখ,আইন উদ্দিনের আর এক ছেলে আশরাফ আলী, আশরাফ আলীর ছেলে সাব্বির শেখ, সাহেব আলীর ছেলে রমিম শেখ, হাসেম শেখের ছেলে লাভলু শেখ,
রামপুর গ্ৰামের ইব্রাহিম মোল্লা সহ আরো ৫/৭ জন মিলে একই গ্ৰামের মনিরুজ্জামান শেখের ছেলে লিটন শেখ, মনিরুজ্জামান শেখের আর এক ছেলে মিলন শেখ,মিলন শেখের মেয়ে মাহমুদা খানম,সিজান শেখের স্ত্রী রেখা বেগম,লিটন শেখের স্ত্রী টিকলি বেগম,ও মিলন শেখের জামাতা নড়াইল সদর থানাধীন তুলারামপুর গ্ৰামের ফারুক হোসেনের ছেলে বিজিবি সদস্য ফেরদৌস শাহজাহান আকাশ কে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে ও বাড়ি ঘর ভাংচুর সহ লুটপাট করে। আহতরা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। উক্ত ঘটনা নিয়ে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাঞ্চন কুমার রায়ের সাথে কথা হলে তিনি বলেন, ঘটনাটি শুনেছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।