ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের রোকেয়া হলের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-অটিজম বিষয়ক সম্পাদক সাদিয়া রহমান ইবাকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ (এস.এম.পি)। এসএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার রাতে সিলেট জেলার বিয়ানীবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলা পুলিশের বিয়ানীবাজার থানাধীন গ্রাম এলাকা থেকে সিলেট কোতওয়ালি থানায় দায়ের করা হত্যা মামলার পরিপ্রেক্ষিতে ঢাবি ছাত্রলীগের নেত্রী সাদিয়া রহমান ইবাকে গ্রেফতার করা হয়েছে।