মনির খান বিশেষ প্রতিনিধি।
নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল ইসলামকে হত্যা চেষ্টার প্রতিবাদে লোহাগড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) বিকাল ৫টায় একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি লোহাগড়া কুন্দশী চৌরাস্তা থেকে শুরু হয়ে লক্ষী পাশা চৌরাস্তা ঢাকা কাউন্টারের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে লোহাগড়া পৌর বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক জিএম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিমের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস রহমান, দপ্তর সম্পাদক টিপু সুলতান, বিএনপি নেতা শফিকুল ইসলাম সবুজ, মোঃ নায়েব আলী, নজরুল ইসলাম মোল্লা, খিজির আহমেদ, মোঃ মিজানুর রহমান, পৌর কাউন্সিলর মিলু শরীফ, খান মাহমুদ আলম, রবিউল ইসলাম রবি, মশিয়ার রহমান সান্টু, সৈয়দ আব্দুস সবুর, মোল্যা আকিদুল ইসলাম দুলু, মোঃ ওহিদুর রহমান ভূঁইয়া, সরদার সেলিম জাহাঙ্গীর, আহাদুজ্জামান বাটুল, প্রকৌশলী তাইবুল ইসলাম, সোহেল রানা লাক্সমি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলামকে হত্যা প্রচেষ্টা কারীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবী জানান।