কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
গতকাল বিজেপি ও ছাত্র জনতা নবান্ন অভিযান কর্মসূচী পালন করা কে কেন্দ্র করে রক্তাক্ত হয়ে উঠে কলকাতা। সেই ঘটনার পর আজ পশ্চিম বাংলার বিরোধী দল ও বিজেপি র ডাকা বাংলা বন্ধ এর ডাক দেয়।আজ সকাল থেকে পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় বিজেপি নেতা ও কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল বের করে। কোথাও কোথাও তারা দোকানপাট বন্ধ করতে বলেন। কলকাতার মানিকতলা ও বড়বাজার সহ বিভিন্ন এলাকায় বিজেপি নেতা ও কর্মীরা রাস্তায় নেমে আন্দোলন শুরু করে।
সাথে সাথেই বিক্ষোভ কর্মসূচি পালন করে।আজ বহু যায়গায় রেল স্টেশন ও রেল লাইনে বসে পড়ে বিজেপি নেতা ও কর্মীরা। কোথাও রাস্তা অবরোধ করে। উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া এলাকায় বিজেপি নেতা প্রিয়ান্কু কে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতকারীরা। তাতে দুই জন আহত হন।
সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ করতে হয়েছে বহু যায়গায়। বিভিন্ন জেলায় থেকে বন্ধ সমর্থনকারী ও বন্ধ বিরোধী দলের মধ্যে মারামারি হয়েছে। কোথাও পুলিশ বন্ধ কারীদের সরাতে বলপ্রয়োগ করে। কিছু যায়গায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিজেপি নেতা ও কর্মীরা। পশ্চিম বাংলার মেদিনীপুর জেলা থেকে শুরু দার্জিলিং হয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর পর্যন্ত কিছুটা বন্ধ এর প্রভাব পড়েছে। তবে বহু যায়গায় রাস্তা ঘাটে বাস ও লঞ্চ চলাচল করতে দেখা গেছে।।