রিয়াজুল হক সাগর,রংপুর।
রংপুরে মামলা বাণিজ্য রুখতে বিচারক ও পুলিশের সাথে বৈঠক করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে পুলিশ ও বিচারকদের সাথে তারা বৈঠ করেন। এরপর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সংবাদ সম্মেলনে করে মামলার ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজি বন্ধ না হলে তাদের মুখোশ উন্মোচনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। এতে বক্তব্য রাখেন, সমন্বয়ক শাহরিয়ার সোহাগ, ইমরান আহমেদ, মোতাওয়াক্কীল বিল্লাহ শাহ ফকির ও প্যানেল আইনজীবি রোকনুজ্জামান রোকন। বক্তারা বলেন, ৫ আগস্টের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত-নিহতের পরিবারের সদস্যদের মাধ্যমে থানা-আদালতে মামলা হচ্ছে। মামলায় দুই থেকে চার শতাধিক ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়েছে। অনেক চায়ের দোকানদার, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মামলার আসামী করা হয়েছে। মামলার বাদী অধিকাংশ আসামীকেই চিনছেন না। আমরা মামলার নথি পর্যালোচনা করে দেখতে পাই আসামীদের অধিকাংশ এ মামলার সাথে সম্পৃক্ত ছিল না। মূলত ব্যক্তিগত আক্রোশ ও মামলা বাণিজ্যের জন্য এমনটি হচ্ছে। আমরা মেট্রোপলিটন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও পুলিশের সাথে কথা বলেছি। মামলার ভয় দেখিয়ে কেউ ফোন করে কিংবা দেখা করে অর্থ চাইলে তাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করতে হবে। রংপুর জজকোর্টের ৮ সদস্যের আইনজীবি প্যানেল আইনজীবি হয়রানির শিকার মানুষদের জন্য বিনামূল্যে আইনগত সেবা দিচ্ছে। ভুক্তভোগীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও প্যানেল আইনজীবির স্মরণাপন্ন হতে পারেন। তারা আরও বলেন, দ্বিতীয়বারের মত সংবাদ সম্মেলন করে মামলা বাণিজ্য বন্ধের আহ্বান জানালাম। আমাদের কাছে তথ্য ও প্রমাণ রয়েছে। এরপরেও এটি বন্ধ না হলে জনসম্মুখে চাঁদাবাজদের মুখোশ উন্মোচন করা হবে।