মনির খান বিশেষ প্রতিনিধি। নড়াইলের লোহাগড়া পৌরসভার কুন্দশী গ্ৰামের সিদ্দিক শেখের স্ত্রী মোছাঃ মীম বেগম গত ২৫ আগষ্ট রবিবার রাত ৭,৩০ মিনিটের সময় কুন্দশী গ্ৰামের নীজ বাড়ি থেকে ৪ বছরের ১ টি পূত্র সন্তান রেখে ও তার প্রয়োজনীয় ব্যাবহারের জিনিস পত্র নিয়ে পালিয়ে যায়। মীম বেগমের বাবার বাড়ি কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামের শিমুল শেখের মেয়ে।
সিদ্দিক শেখ বলেন, আমার স্ত্রী মীম বেগম চলে যাওয়ার পরে তার বিরুদ্ধে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি। ইতি পূর্বে ও কয়েক বার আমার বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে গিয়েছিল। আবার তার মা বাবা বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিয়েছে। আমার স্ত্রী মীম বেগম এবার বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর শশুর বাড়িতে খোঁজ খবর নিয়ে জানা গেছে ও বাড়ীতে ও সে যায় নাই। সিদ্দিক শেখ আরো বলেন, আমার ৪ বছরের একটি ছেলে রয়েছে এমন ভাবে যদি বার বার চলে যায় তাহলে কে এই মাছুম বাচ্চা টা কে দেখবে? আমি আমার স্ত্রী কে ফিরে পেতে প্রশাসনের কাছে সকল ধরনের সহযোগিতা কামনা করছি। উক্ত বিষয় নিয়ে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাঞ্চন কুমার রায়ের সাথে কথা হলে, তিনি বলেন, অভিযোগ পেয়েছি পুলিশ তাকে খুঁজে পেতে প্রয়োজনীয় ব্যবস্থা চলমান রয়েছে।