1. chitrabani24@gmail.com : admin :
  2. qwsd@postcards-hawaii.com : leannetolmer375 :
  3. herokkazi6@gmail.com : mohidul :
  4. saddamuddinraj@gmail.com : Saddam Uddin Raj : Saddam Uddin Raj
  5. yusuf@ataberkestate.com : TimothyGuete :
ভূমিহীন ১২৫ টি পরিবারের গৃহনির্মাণের জমি ক্রয়ে জালিয়াতি! প্রকল্প নির্মাণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। » Chitrabani 24 | online news paper
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন

ভূমিহীন ১২৫ টি পরিবারের গৃহনির্মাণের জমি ক্রয়ে জালিয়াতি! প্রকল্প নির্মাণে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুন, ২০২২
  • ১৩৮ জন পাঠক দেখেছে

লালমনিরহাট প্রতিনিধিঃরকিবুল ইসলাম রুবেল,

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষ্যে জেলা সদরে ১২৫ টি ভূমিহীন পরিবারের বাড়ি নির্মাণ করে দেয়ার প্রকল্পের জমি ক্রয়ে দূর্নীতি করায় প্রকল্পটি বাস্তবায়নে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

জানা গেছে, দুই একর ৮ দশমিক ৩৭ শতক জমি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা মাসুম দুই ব্যক্তির কাছে ক্রয় করে। প্রতি শতক জমি ৩২ হাজার টাকা দাম নিধারন হয়। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রার হয়। প্রকল্পের সরকারি তহবিল হতে প্রায় সাড়ে ৪ লাখ টাকা দলিল রেজিস্ট্রার খরচ পরিশোধ করা হয়েছে। প্রকল্পের অর্থ লোপাট করতে চক্রটি সড়ক ও জনপদের সরকারি খাস জমি ভুয়া কাগজপত্রে দু’জন ব্যক্তি মালিকানা দেখায়। জমি বিক্রির অর্থ সরকারি চেকের মাধ্যমে সাব রেজিস্ট্রার অফিসে বুঝিয়ে দেয়ার কথা ছিল কিন্তু উপজেলা প্রশাসনের জালিয়াতিতে জড়িত চক্রটি নিজেদের কাছে চেক রেখে দেয়। এই নিয়ে তৈরি হয় অবিশ্বাস ও দ্বন্দ্ব। বিষয়টি কানাকানি হলে জালিয়াতি চক্রটি ঘটনাটি ভিন্নখাতে নিতে ও ধামাচাপা দিতে জমি রেজিস্টারের দলিলটি বাতিলের আবেদন করে। প্রকল্পের তহবিল হতে পরিশোধ করা সাড়ে ৪ লাখ টাকা সরকারি ফি নিজেরা সংগ্রহ করে অতি গোপনে জমা দিয়ে দেয়। লালমনিরহাট সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা যায়, জেলা সদরের গোকুন্ডা ইউপির কাশিনার ঝাড় গ্রামে রংপুর – কুড়িগ্রাম মহাসড়কের পাশে দুই দাগে এক একর ৭৪ শতাংশ জমি মালিক তারা। ১৯৭৩ সালে সড়ক ও জনপদ বিভাগ কয়েক দাগের জমি অধিগ্রহণ করে ছিল। রংপুর – কুড়িগ্রাম মহাসড়ক নির্মাণে ইটভাটা, নির্মাণ সামগ্রী ও ভারী আধুনিক যন্ত্রাপাতি রাখতে এই জমি কয়েক জন কৃষকের কাছে অধিগ্রহণ করে। অধিগ্রহণ মূল্য সড়ক জনপদ চুকিয়ে দেয়। জমির পরিমান ৩ দশমিক ৮৮ একর। সিএস দাগ নং – ২৩৬৬, ২৩৬৭, ২৩৭০, ২৩৮১, ২৩৮২, ২৩৮৩, ২৩৮৪, ২৩৯২, ২৩৯৩ ও ২৩৯৫। যার এল.এ কেস নং – ১৭/১৯৭৬ – ১৯৭৭। মহাসড়কের কাজ শেষ হলে সড়ক জনপদ জমির মালিকানা চিহ্নিত করতে বিশাল সাইনবোর্ড সাঁটিয়ে দেয়৷ জমির চারি ধারে কংক্রিটের স্থায়ী সীমানা পিলার দেয়। জমিতে ফলজ ও বনজ বৃক্ষ রোপন করে। তবে উক্ত জমি পূর্বের মালিক গণের স্বজনরা ভোগ দখল করে আসছিল। ভূমি অফিসের দূর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা কৃষক আলতাফ হোসেন(৪৫) ও তার চাচা স্থানীয় মসজিদের মুয়াজ্জিন হাসেন আলী (৫৭)কে সরকারি খাস জমির নিষ্কলুষ মালিক বানিয়ে পুনরায় সরকারি অর্থে কিনে নেয়ার চুক্তি করে। মৌখিক চুক্তিমতে প্রতি শতক জমির মূল্য সরকার ৩২ হাজার টাকা দিবে। তারা পাবে ২০ হাজার টাকা করে। অতিরিক্ত ১২ হাজার টাকা নিবে জালিয়াত চক্র। দলিল সম্পূর্ণ হয় চলতি বছরের ৯ ফেব্রুয়ারি। আলতাবের দলিল নম্বর – ১০৫৯, জমির মূল্য ৪১ লাখ ৩৪ হাজার টাকা ও হাসেন আলীর দলিল নম্বর – ১০৬১, জমির মূল্য ২৫ লাখ ৩৪ হাজার। লোভে পড়ে ইতোমধ্যে কৃষক আলতাব ও হাসেম আলী পৈত্রিক সূত্রে পাওয়া ২০ শতাংশ জমি বিক্রি করে ঘুষ হিসেবে ভূমি অফিসের জালিয়াতি চক্রের হাতে তুলে দিয়েছে। এখন তারা নিঃস্ব- রিক্ত। এদিকে সদর উপজেলা প্রকল্পের অধীনে ৩০ জুনের মধ্যে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে নেয়া প্রকল্প বাস্তবায়নের মেয়াদ শেষ হয়ে যাবে। প্রকল্পের জমি ক্রয় সংক্রান্ত দূর্নীতির কারণে ১২৫ টি গৃহহীন পরিবার বঞ্চিত থাকবে। উল্লেখ্য, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, এসিল্যান্ড প্রশাসন, ইউপি প্রশাসন, ইউনিয়ন প্রশাসনের জালিয়াতি চক্র মিলে এই পুকুর চুরির ঘটনাটির জন্ম দিয়েছে বলে অভিযোগ উঠেছে। জেলা প্রশাসক আবু জাফর বলেন,জমি ক্রয়ের ঘটনাটি জানি।পরবর্তীতে তাদের টাকা দেয়া হয়নি।দলিল বাতিলের আবেদন করা হয়েছে।

রকিবুল ইসলাম রুবেল,লালমনিরহাট মোবাইলঃ০১৭৮৪১০০৫৫০

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2022 | Chitrabani 24
Theme Customized By BreakingNews