1. chitrabani24@gmail.com : admin :
  2. qwsd@postcards-hawaii.com : leannetolmer375 :
  3. herokkazi6@gmail.com : mohidul :
  4. saddamuddinraj@gmail.com : Saddam Uddin Raj : Saddam Uddin Raj
  5. yusuf@ataberkestate.com : TimothyGuete :
লালমনিরহাটে জাল দলিলে জমি খারিজের অভিযোগ,নেপথ্যে দালালের দৌরাত্ম্য » Chitrabani 24 | online news paper
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন

লালমনিরহাটে জাল দলিলে জমি খারিজের অভিযোগ,নেপথ্যে দালালের দৌরাত্ম্য

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২২৪ জন পাঠক দেখেছে

রকিবুল ইসলাম রুবেল,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে সদর উপজেলার সাবেক এসিল্যান্ড জি আর সারোয়ারের বিরুদ্ধে জাল দলিলে জমি খারিজের অভিযোগ উঠেছে। জানা যায়,২০২১ সালে মহেন্দ্রনগর ইউনিয়নের গবাই এলাকার মৃত বছির উদ্দিনের ছেলে রুহুল আমিন ৫৪ শতাংশ জমি নাম জারি বা খারিজ করার জন্য ভুমি অফিসের দালাল সাবেক এসিল্যান্ড জি আর সারোয়ারের কাছের মানুষ কাশিপুরের মানিকের মাধ্যমে মামলা (আবেদন)করেন।যার নামজারি মামলা নং-২২২৯।

সেই সময় ভুমি অফিসের দালাল মানিক মোটা টাকা নিয়ে জাল দলিল করে দেন।নামজারি করার জন্য সেই দলিল তারা নামজারি ফাইলে জমা দেন।দলিল নং-৪৭২১। পরবর্তীতে এসিল্যান্ড জি আর সারোয়ার কোন যাচাই বাছাই না করেই ভুমি অফিসেন প্রত্যায়নের উপর ভিত্তি করে জাল দলিল মূলে নামজারি মামলাটি নিষ্পত্তি করে চুরান্ত খারিজ করে রুহুল আমিনের নামে করে দেন।দালাল মানিক রুহুল আমিনের কাছে ৫০ হাজার টাকা নিয়েছেন বলেও এলাকায় প্রচার আছে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে জমির মুল মালিক আজগর আলীগং এর ওয়ারিশরা সাংবাদিকদের শরণাপন্ন হন। ৪৭২১ দলিলটি লালমনিরহাট সদর রেজিস্ট্রি অফিসে ক্রস চেক করে রেজিষ্ট্রি অফিসের দলিলে দেখা যায় এই জমি খুনিয়াছ ইউপি মৌজার।

কারো বুঝতে বাকী থাকে না যে এটা জাল দলিল। এ বিষয়ে জানতে বর্তমান এসিল্যান্ড রুবেল রানাকে জিজ্ঞাসা করলে তিনি দালাল মানিক ও প্রতারক রুহুল আমিনকে তুলে নিয়ে আসেন।তাদের নামে কোন আইনি মামলা না দিয়ে খারিজটি বাতিল করে দেন। এ বিষয়ে সাবেক এসিল্যান্ড জি আর সারোয়ারের সাথে কথা বললে তিনি বলেন,জাল দলিল কিভাবে বুঝব।আপনি আবেদন করেছেন।আমরা দলিল ও প্রয়োজনীয় কাগজ সংশ্লিষ্ট ভুমি অফিসের প্রতিবেদন দেখে জমি খারিজ করি।আমরা যদি ভুলও করি তাইলে পরবর্তীতে কোন অভিযোগ আসলে তা সাথে সাথে বাতিল করতে পারি।
প্রথম নং-০১, নিউজটি ২ পর্বে শেষ হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2022 | Chitrabani 24
Theme Customized By BreakingNews