1. chitrabani24@gmail.com : admin :
  2. qwsd@postcards-hawaii.com : leannetolmer375 :
  3. herokkazi6@gmail.com : mohidul :
  4. saddamuddinraj@gmail.com : Saddam Uddin Raj : Saddam Uddin Raj
  5. yusuf@ataberkestate.com : TimothyGuete :
লোহাগড়া পৌরসভা নির্বাচনের ডিউটিতে আনসার-ভিডিপি সদস্যদের ভাতা প্রদান। » Chitrabani 24 | online news paper
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন

লোহাগড়া পৌরসভা নির্বাচনের ডিউটিতে আনসার-ভিডিপি সদস্যদের ভাতা প্রদান।

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুন, ২০২২
  • ২৫৫ জন পাঠক দেখেছে

মনির খান বিশেষ প্রতিনিধি।

নড়াইলের লোহাগড়া পৌরসভার নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ডিউটি পালনকারী আনসার ভিডিপি সদস্যদের মধ্যে ভাতা প্রদান করেন নড়াইল জেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিকাশ চন্দ্র দাস ও লোহাগড়া আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ তাসলিমা খানম এবং উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক নারায়ন চন্দ্র পাল উক্ত সদস্যদের মধ্যে ভাতা প্রদান করেন।

লোহাগড়া পৌরসভা নির্বাচনে মোট ১১টি কেন্দ্র। প্রত্যেকটি কেন্দ্রে সদস্য সংখ্যা ৯জন করে মোট ৯৯ জন সদস্যের মধ্যে ভাতা প্রদান করেন। পিসি/এপিসি দৈনিক ভাতা =৫২৫×৫=২৬২৫ টাকা,যাতায়াত=১০০ টাকা, শুকনা খাবার=২৫০টাকা মোট ২৯৭৫ টাকা এর মধ্যে কর্তন, কল্যাণ তহবিল=১০ টাকা, রেভিনিউ=১০টাকা, আয় কর=২৭ টাকা মোট=৪৭ টাকা, নীট টাকা ২৯২৮ টাকা।

আনসার/মহিলা আনসার দৈনিক ভাতা= ৪৭৫ ×৫=২৩৭৫ টাকা, যাতায়ত=১০০ টাকা, শুকনা খাবার=২৫০টাকা,মোট ২৭২৫ টাকা। এর মধ্যে কর্তন কল্যাণ তহবিল=১০টাকা, রেভিনিউ=১০টাকা, আয়কর=২৭টাকা,মোট ৪৭ টাকা,নীট টাকা ২৬৭৮ টাকা।

জেলা আনসার ভিডিপি কর্মকর্তা জনাব বিকাশ চন্দ্র দাস উপস্থিত থেকে আনসার ভিডিপি সদস্যদের মধ্যে ভাতা প্রদান করেন। এবং লোহাগড়া পৌরসভা নির্বাচনে অংশগ্রহণকারী সকল সদস্যগণের কঠোর পরিশ্রম ও সঠিক ডিউটি পালন করার ফলশ্রুতি আজ সকলের মাঝে ভাতা প্রদান করতে পেরে গর্বিত মনে করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2022 | Chitrabani 24
Theme Customized By BreakingNews