নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন পটুয়াখালী জেলায় ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
আজ সোমবার বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পূর্বের কমিটি বিলুপ্ত করে মোঃ শাহীন রাড়ী কে আহবায়ক এবং মোঃ মশিউর রহমান ঈসা ঘরামী কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।
উক্ত আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ, মোঃ খলিলুর রহমান রাজিব, মোঃ শাহীন শরীফ ও জোবায়ের পারভেজ নাম ঘোষণা করা হয়।
সদস্য হিসাবে আছেন মোঃ ফয়সাল, মোঃ জামাল চৌধুরী,মিহির বরন মজমদার,মোঃ মিঠুন হোসেন ও মোঃ সাইফুল ইসলাম।
কেন্দ্রীয় কমিটি সভাপতি মোঃ আনোয়ার হোসেন বলেন পটুয়াখালী জেলা আহবায়ক কমিটিতে যারা আছেন তারা পটুয়াখালী জেলার তরুণ যুবকদের নিয়ে মানব সেবায় কাজ করবে আশা করি!
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মোঃ মশিউর রহমান বলেন পটুয়াখালী জেলা আহবায়ক কমিটির সবাই মানব সেবায় নিবেদিত প্রাণ আশা করি তারা ভবিষ্যতে মানব সেবায় কাজ করে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে দৃষ্টান্ত স্থাপন করবে।
সকলের জন্য শুভ কামনা রইলো!