বিশেষ প্রতিনিধিঃ খন্দকার ছদরুজ্জামান
নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলার হীরার টুকরা মাশরাফি বিন মর্তুজা বলেছেন, নড়াইলে যে উন্নয়ন হচ্ছে তা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান আমি একটা মাধ্যম মাত্র। মঙ্গলবার (২১ জুন) লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২১-২২ অর্থবছরে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার ঐচ্ছিক তহবিল থেকে দুস্থ জনগনের মাঝে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাশরাফি।
প্রধান অতিথির বক্তব্যে মাশরাফি বলেন, ‘বৈশ্বিক করোনা মহামারির কারণে আমাদের পরিকল্পনার অনেক কাজ দীর্ঘদিন থমকে ছিল, ফলে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং এলাকাবাসির সহযোগিতায় আমরা আবার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করেছি। এসময় ঐচ্ছিক তহবিল থেকে দুস্থদের মাঝে চেক বিতরনের যে সুযোগ করে দিয়েছেন তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান তিনি।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা চেয়ারম্যান এস এম হান্নান রুনু, লোহাগড়া উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়জুল হক রোম, লোহাগড়া পৌরমেয়র সৈয়দ মশিয়ুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে ২০২১-২২ অর্থবছরে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার ঐচ্ছিক তহবিল থেকে ৩০ জন দুস্থকে ১০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকার চেক বিতরন করা হয়। এর আগে সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা লোহাগড়া উপজেলা পরিষদে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সংশ্লিষ্টরা।