1. chitrabani24@gmail.com : admin :
  2. qwsd@postcards-hawaii.com : leannetolmer375 :
  3. herokkazi6@gmail.com : mohidul :
  4. saddamuddinraj@gmail.com : Saddam Uddin Raj : Saddam Uddin Raj
  5. yusuf@ataberkestate.com : TimothyGuete :
লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে আজিজুর বিশ্বাস নৃশংস ভাবে খুন। » Chitrabani 24 | online news paper
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন

লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে আজিজুর বিশ্বাস নৃশংস ভাবে খুন।

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৯৮৪ জন পাঠক দেখেছে

মনির খান বিশেষ প্রতিনিধি।

নড়াইলের লোহাগড়ায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে আজিজুর বিশ্বাস(৪৫) খুন। আজিজুর বিশ্বাস তার নিজের বাড়ি থেকে শিয়রবর হাটে যাওয়ার পথে সন্ত্রাসীদের ধাওয়া খেয়ে সবুর মিয়ার বাড়ির ঘরের মধ্যে পালিয়েও শেষ রক্ষা পেলেন না। সন্ত্রাসীরা ওই ঘরের মধ্যে ঢুকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়, এবং তাকে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনার ৫/১০ মিনিটের মধ্যে মৃত হয়েছে বলে জানান।

আজিজুর বিশ্বাস খুনের একজন প্রত্যক্ষদর্শী রামকান্তপুর গ্রামের একজন ভ্যান চালক মহিদুল সিকদার (১৫) তিনি বলেন আমি ভ্যান চালিয়ে রামকান্তপুর থেকে শিয়েরবর হাটের দিকে যাচ্ছিলাম তখন দেখি আজিজুর বিশ্বাস কে ধাওয়া করছে একদল সন্ত্রাসী বাহিনী, তাদের মধ্যে দেখতে পাই উপজেলার রামকান্তপুর গ্রামের মিঠু সরদারের ছেলে সিজান সরদার (১৬) আতিয়ার সরদারের ছেলে ইমন সরদার ( ১৬)সেলন সরদারের ছেলে রোবায়েত সরদার (১৮) ইসরাফিল সরদারের ছেলে বক্কার সরদার ও ইব্রাহিম সরদার সহ আরো অনেকে।

শালনগর ইউনিয়নের চেয়ারম্যান লাবু মিয়া ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আজিজুর বিশ্বাসের সাথে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলিয়া আসছে ।তার ই জের ধরে ২২ জুন ২০২২ তারিখ বুধবার দুপুর ২ টার সময় এ হত্যাকাণ্ড টি ঘটে। নিহত আজিজুর বিশ্বাস কে সবুর মিয়ার বাড়ির ঘরের মধ্যে ই এ নৃশংস হত্যাকান্ডটি ঘটিয়েছে।

নিহত আজিজুর বিশ্বাসের চিৎকারের শব্দ শুনে বাড়ির আশে পাশের লোকজন ছুটে এলে হত্যাকারীরা পালিয়ে যায়, তাৎক্ষনিক স্থানীয় লোকজন আজিজুর বিশ্বাস কে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা সেবা দেয়ার কিছু সময় পর আজিজুর বিশ্বাস মৃত্যু বরন করেন।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ও কিছু লাজুক জায়গায় আঘাতের জন্য ই তার মৃত্যু হয়েছে।

ধারলো অস্ত্রের আঘাতে পায়ের ও হাতের বিভিন্ন স্থানে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে স্পষ্ট। লোহাগড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। সব ধরনের সংঘাত এড়াতে বর্তমানে ওই গ্রামে পুলিশ মোতায়েন আছে।

হত্যাকান্ডের সাথে জড়িতদের আটকের জন্য সব ধরনের চেষ্টা অব্যাহত আছে।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2022 | Chitrabani 24
Theme Customized By BreakingNews