1. chitrabani24@gmail.com : admin :
  2. qwsd@postcards-hawaii.com : leannetolmer375 :
  3. herokkazi6@gmail.com : mohidul :
  4. saddamuddinraj@gmail.com : Saddam Uddin Raj : Saddam Uddin Raj
  5. yusuf@ataberkestate.com : TimothyGuete :
২ লাখ টন গম রপ্তানির প্রস্তাব দিয়েছে রাশিয়া: সংসদে খাদ্যমন্ত্রী » Chitrabani 24 | online news paper
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন

২ লাখ টন গম রপ্তানির প্রস্তাব দিয়েছে রাশিয়া: সংসদে খাদ্যমন্ত্রী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১৩০ জন পাঠক দেখেছে

নিউজ ডেস্কঃ

রাশিয়া দুই লাখ টন গম রপ্তানির প্রস্তাব দিয়েছে। এমনটা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ২৩ জুন (বৃহস্পতিবার) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। তবে বাংলাদেশ এ গম আমদানি করবে কি না, সে বিষয়ে মন্ত্রী কিছু বলেননি।

সরকারি দলের সংসদ সদস্য শফিউল ইসলামের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে বিভিন্ন খাদ্যশস্যের সঙ্গে গম ও আটার দাম বেড়ে যাওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গম আমদানির জন্য বিভিন্ন রপ্তানিকারক দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ইতোমধ্যে রাশিয়া দুই লাখ টন গম রপ্তানির প্রস্তাব দিয়েছে। এ ছাড়া ভারত থেকে সরকারি ও বেসরকারি পর্যায়ে গম আমদানির লক্ষ্যে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছে।

খাদ্যমন্ত্রী জানান, সরকারি খাদ্যগুদামগুলোতে ২০ জুন সর্বমোট ১৫ লাখ ২১ হাজার টন খাদ্যশস্য মজুত ছিল। খাদ্যগুদামে খাদ্যশস্যের মজুত আরও বৃদ্ধির জন্য অভ্যন্তরীণ উৎস থেকে মোট ২০ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে সংগ্রহ কার্যক্রম চলমান আছে এবং বৈদেশিক উৎস থেকেও গম আমদানির কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2022 | Chitrabani 24
Theme Customized By BreakingNews