1. chitrabani24@gmail.com : admin :
  2. qwsd@postcards-hawaii.com : leannetolmer375 :
  3. herokkazi6@gmail.com : mohidul :
  4. saddamuddinraj@gmail.com : Saddam Uddin Raj : Saddam Uddin Raj
  5. yusuf@ataberkestate.com : TimothyGuete :
লোহাগড়ায় ভূমি দস্যুদের অত্যাচারে লংকার চরের আসল ভূমির মালিক দিশেহারা। » Chitrabani 24 | online news paper
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন

লোহাগড়ায় ভূমি দস্যুদের অত্যাচারে লংকার চরের আসল ভূমির মালিক দিশেহারা।

  • প্রকাশের সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৪৩০ জন পাঠক দেখেছে

মনির খান বিশেষ প্রতিনিধি।

নড়াইল লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের লংকারচর গ্রামের মৃত: গিয়াসউদ্দিন শেখের ছেলে শেখ ইসমত আলীর রেজিস্ট্রিকৃত সম্পত্তির উপর জোর পূর্বক ভাবে জমি দখল দিতে আসলে বাধা প্রদান করলে জীবননাশের হুমকির অভিযোগ।

বাজার এর ওই জমির দাতা ইসমত আলী

এ বিষয়ে জীবনের নিরাপত্তার চেয়ে লোহাগড়া থানায় শেখ ইসমত আলী একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায় যে, গত ইংরেজি ১১-০৪-২২ তারিখে শেখ ইসমত আলীর পুকুর পাড়ের জমির উপর একই গ্রামের বাবর আলী, রাজু মোল্লা, মোতালেব মোল্লা, রিপন মোল্লা এবং রাজা মোল্লা সহ আরো অনেকে মিলে জোরপূর্বক ভাবে ঘর উঠাতে গেলে শেখ ইসমত আলী বাধা প্রদান করলে তাকে এলোপাতাড়ি ভাবে মারপিট সহ রক্ত ফোলা জখম করে।
পরে তিনি 999 এ ফোন দিলে ঘটনা স্থানে পুলিশ এসে উপস্থিত হলে উক্ত ভূমি দস্যুরা পালিয়ে যায়।

এ বিষয়ে শেখ ইসমত আলী
বলেন,এরপরেও আমার কাছে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে আসছে। আমি চাদা না দিতে চাইলে আমাকে জীবনের তরে শেষ করে দেবার হুমকি দেয়। ওরা চাঁদাবাজ, ভূমি দস্যু, ও দাংগাবাজ এবং শক্তিশালী।

ইসমত আলী আরো বলেন আমার বসত বাড়ির এক ই দাগের জমির উপর দোকান ঘর নির্মাণের কাজে বাধা দেয় এবং তাদের নিজস্ব জমি বলে দাবি করে, এ বিষয় নিয়ে থানায় কয়এক বার বসা বসি করলে আমার কাগজ পত্র সঠিক প্রমাণ হয়। এখন আমার জমির উপর দোকান ঘর নির্মাণে আর কোন বাধা নেই বলে ও জানান। ইসমত আলী বর্তমান ওই জমির উপর দোকান ঘর তৈরির কাজ প্রাই শেষের দিকে।

জানা যায় ইসমত আলীর বিরুদ্ধে ওই ভূমি দস্যুরা অপবাদ দিয়েছে অবদার জায়গা দখল করে দোকানের পজিশন বিক্রি করার। ইসমত আলীর সাথে সাংবাদিকদের কথা হলে তিনি বলেন এই জায়গাটা আমার ছিল অবদা একোয়ার করে নিয়েছে। কিন্তু অবদার প্রয়োজন হয়না তাই আমার দখলে ই আছে। আমি কোন পজিশন বিক্রি করি নাই, বাজার/ হাট মিলানোর জন্য আমি দোকানের পজিশন ফ্রি দিয়েছি। আর্থিক দিক দিয়ে যাহারা দুর্বল তাদের ব্যবসা করে কোন রকম জীবিকা নির্বাহ করার জন্য ই মূলত দিয়েছি ।

কিন্তু ওই ভূমি দস্যুরা যেকোনো মুহূর্তে আমার বড় ধরনের ক্ষতি করতে পারে। আমি নিরুপায়, তদন্তপূর্বক প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2022 | Chitrabani 24
Theme Customized By BreakingNews