1. chitrabani24@gmail.com : admin :
  2. qwsd@postcards-hawaii.com : leannetolmer375 :
  3. herokkazi6@gmail.com : mohidul :
  4. saddamuddinraj@gmail.com : Saddam Uddin Raj : Saddam Uddin Raj
  5. yusuf@ataberkestate.com : TimothyGuete :
লোহাগড়া ইতনা ইউনিয়নের কৃষি পন্য রাতের আধারে লোপাট। » Chitrabani 24 | online news paper
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:৫০ অপরাহ্ন

লোহাগড়া ইতনা ইউনিয়নের কৃষি পন্য রাতের আধারে লোপাট।

  • প্রকাশের সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১০০২ জন পাঠক দেখেছে

মনির খান বিশেষ প্রতিনিধি।

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কৃষি পন্য রাতের আধারে লোপাট করেছে ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা সিকদার ইমরানুর রহমান এর ইশারাই। অভিযোগ সূত্রে জানা যায় গতকাল ২ জুলাই ২০২২ তারিখ রাত ১০,৩০ মিনিটের সময় ইতনা ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা সিকদার ইমরানুর রহমান ৪ জনকে ১১ কেজি করে কৃষি পন্য দিয়েছে সর্বমোট ৪৪ কেজি। উক্ত ঘটনা কে কেন্দ্র করে ইতনা ইউনিয়নের সচেতন মহলের মাঝে তোলপাড়।

সরেজমিনে থাকা প্রত্যক্ষদর্শীগণ বলেন আমরা ৪ জন কে দেখেছি কিন্তু রাতের আধারে আরো অনেকে ই এই কৃষি পন্য নিয়ে গায়েব হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মধ্যে ওই এলাকার হাফেজ বিশ্বাস বলেন ৪ জন কে আমি নিজে দেখেছি তাদের মাথায় বস্তা, এলাকার মানুষ তাদের ডাক দিলে তারা বস্তা মাথায় করে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে,৩ জন পালিয়ে যায় ১ জন কে ধরতে সক্ষম হন,আর তিনি হলেন ইতনা ইউনিয়ন পরিষদের সামনে বাড়ি রবিনের ছেলে আনন্দ। প্রত্যক্ষদর্শীগন আনন্দ কে হাতে নাতে ধরে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোন কথা ই বলেন না।

বাকি ৩ জন বস্তা মাথায় করে দৌড়ে পালিয়ে যায় তার মধ্যে ১ জন হলেন ওই এলাকার আরোজের ছেলে সাউদ, আজুর ছেলে, বাকি ১জন কে চিন্তে পারে নাই। এলাকাবাসীগন বলেন ইতনা ইউনিয়নের কৃষি উপ সহকারী কর্মকর্তা ইমরানের বিরুদ্ধে অগনিত অভিযোগ রয়েছে। ওই কৃষি উপ সহকারী কর্মকর্তা ইমরানের বাড়ি ইতনা ইউনিয়নে, নিজের এলাকায় থেকে চাকুরী করার কারণে বিভিন্ন সময়ে কৃষি পন্য আত্মসাৎ সহ স্বজনপ্রীতি করে আসছে।

গতকাল কৃষি পন্য আত্মসাতের ঘটনার বিষয় লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা জনাব ফারজানা আক্তার এর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের উপস্থিতিতে ওই ইউনিয়নের কৃষি উপ সহকারী কর্মকর্তা সিকদার ইমরানুর রহমান কে কিছু নির্দেশনা সহ প্রেষণা প্রদান করেন। ইউনিয়নের কৃষকগন জোর দাবির সাথে জানান ইমরানুর রহমান কে অপসারণ সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্ৰহন করার জন্য উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষি মন্ত্রণালয় কে সবিনয় অনুরোধ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2022 | Chitrabani 24
Theme Customized By BreakingNews