1. chitrabani24@gmail.com : admin :
  2. qwsd@postcards-hawaii.com : leannetolmer375 :
  3. herokkazi6@gmail.com : mohidul :
  4. saddamuddinraj@gmail.com : Saddam Uddin Raj : Saddam Uddin Raj
  5. yusuf@ataberkestate.com : TimothyGuete :
দক্ষিণ চব্বিশ পরগনার আমন্ত্রণ ভবন থেকে ২১ শে জুলাই কলকাতা যাওয়ার ডাক দিলেন মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতৃত্ব » Chitrabani 24 | online news paper
শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন

দক্ষিণ চব্বিশ পরগনার আমন্ত্রণ ভবন থেকে ২১ শে জুলাই কলকাতা যাওয়ার ডাক দিলেন মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতৃত্ব

  • প্রকাশের সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২২০ জন পাঠক দেখেছে

প্রতিনিধিঃ মনোয়ার ইমাম

আজ পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের রঙ্গিলাবাদ অঞ্চলের আমন্ত্রণ ভবন থেকে আগামী ২১,শে, জুলাই কলকাতা যাওয়ার ডাক দিলেন মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতৃত্ব। আজকের সভায় হাজারো তৃনমূল দলের নেতা ও কর্মীদের উপচে পড়া ভীড়ের মধ্যে থেকে কলকাতা যাওয়ার ডাক দিলেন মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতা ও সাবেক ব্লক সভাপতি সব্যসাচী গায়েন।

তিনি এবং মগরাহাট পশ্চিমের যুব ব্লক তৃনমূল দলের সভাপতি ইমরান মোল্লা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্যা শ্রীমতী সঙ্গীতা হালদার উপস্তিত তৃনমূল দলের কর্মীদের কাছে অনুরোধ করেন যে কোন মূল্যেই আগামী ২০২৪,শে, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখতে আপনাদেরকে এখন থাকতে প্রস্ততি নিতে হবে।

সেই সাথে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন কে সামনে রেখে সকলেই একসাথে কাজ করার জন্য আহ্বান জানান। সাথে সাথে কোন দলীয় কোন্দল কে মাথায় না রেখে সবকিছু ভুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জী এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জননেতা শওকাত মোল্লার হাত কে শক্তিশালী করতে হবে। এই সভায় উপস্থিত তৃনমূল দলের নেতা ও কর্মীদের জন্য আগামী

শে, জুলাই কলকাতা মহানগরীর উপকন্ঠে যাওয়ার জন্য সকাল সকাল প্রস্ততি নিতে হবে বলে জানিয়েছেন। আজকের এই সভায় উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের অন্যতম নেতা ও ব্লক সহ সভাধিপতি শ্রী মানবেন্দ্র মন্ডল তিনি মগরাহাট পশ্চিমের সকল তৃনমূল দলের নেতা ও কর্মীদের দল কে শক্তিশালী করতে ডাক দেন। এই সভায় উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের যুব সভাপতি ইমরান মোল্লা তিনি দলের প্রতিটি কর্মীদের নেতা ও কর্মীদের দলের কাজ করার জন্য আবেদন করেন।

এই সভায় উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের সাবেক শিক্ষা কর্মকর্তা এবং পশ্চিম বাংলার তৃনমূল দলের আই টি সেলের সম্পাদক নুরুজ্জামান সেখ ওরফে মন্টু এবং মগরাহাট পশ্চিমের সাবেক ব্লক তৃনমূল দলের অন্যতম নেতা ও ব্লক সচিব ডাক্তার সাজিদুল হক গায়েন এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের ছাত্র পরিষদের সভাপতি রেহানা পারভীন এবং উত্তর কুসুম অঞ্চল প্রধান কুতুবউদ্দিন লস্কর।

ব্লক তৃনমূল দলের অন্যতম নেতা ও তৃনমূল দলের জয় হিন্দ বাহিনীর সাবেক সভাপতি ইনতিয়াজ কাজী ওরফে টকি এবং সদ্য বিজেপি ও আই এস এফ থেকে তৃনমূল দলে যোগদানকারী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাইনরিটি দলের সাধারণ সম্পাদক বরজান সেখ এবং রঙ্গিলাবাদ অঞ্চলের তৃনমূল দলের নেতৃত্ব এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন দপ্তরের প্রায় আট জন সচিব ও ব্লক উন্নয়ন দপ্তরের আঠারো জন সদস্য এছাড়াও উস্হি তৃনমূল দলের সদস্য জাকির হোসেন মোল্লা ও ওয়াইদ মোল্লা ও বিভিন্ন অঞ্চলের তৃনমূল দলের পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত সদস্য ও সাবেক ব্লক উন্নয়ন দপ্তরের সচিব আবদুস সালাম হালদার ও মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের নেতা ও কর্মীরা।

এই সভায় ভীড় এতটাই বেশি ছিল সভার কাজ চালাতে রাস্তার দুই পাশে টিভি লাগানো হয় মিটিং দেখার ও সভার বক্তব্য শোনার জন্য। এই সভায় উপস্থিত সকল তৃনমূল দলের নেতা ও কর্মীদের উপস্থিত থাকার জন্য অভিনন্দন জানান ব্লক তৃনমূল দলের অন্যতম নেতা শ্রী সব্যসাচী গায়েন।।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2022 | Chitrabani 24
Theme Customized By BreakingNews