লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
মনির খান বিশেষ প্রতিনিধি ।
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের লংকার চর ও পাংখার চর এলাকায় দীর্ঘদিন যাবত আধিপত্যের বিস্তার কে কেন্দ্র করে ঘাত সংঘাত চলে আসছে।
দীর্ঘ দিনের সংঘাত মিটাতে ইতনা ইউনিয়নের চেয়ারম্যান শেখ শিহানুক রহমানের প্রচেষ্টায় গত ৯ জুলাই ২০২২ তারিখে লংকার চর ও পাংখারচর সন্ধ্যাকালীন বাজারে গণ্যমান্য ব্যক্তিবর্গদের কে নিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বৈঠকে বসেন।
চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের কে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে পাংখার চরের কিছু উশৃংখল ও দাঙ্গাবাজ গোষ্ঠী একত্র হয়ে বেশ কিছু দোকান ঘরের তালা ভেঙে দোকান পাট ভাংচুর করে দোকানের মালামাল লুট পাট করে নিয়ে যায়। লংকার চর পাংখার চর সন্ধ্যাকালীন বাজারের মুজাহিদ ভ্যারাইটিস ষ্টোরের মালিক আকবার আলী শেখ বলেন আমি গরীব মানুষ আমার দোকানের তালা ভেঙে দোকানে ঢুকে ১০/১২ লক্ষ টাকার মালামাল লুট পাট করে নিয়ে যায়।
আমার দোকানে ছিল শাড়ী কাপড়, গজকাপড়, কসমেটি, স্কুল ব্যাগ, জুতা স্যান্ডেল, সহ হরেক রকম ভ্যারাইটিস মালামাল। কিছু ই রেখে যাইনি তারা । আমি লোন করে দোকানের মালামাল তুলেছিলাম প্রতি মাষে ২০ হাজার টাকা লোনের টাকা কিস্তি দিতে হয়। আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে ঘটনা উল্লেখ করে পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দায়ের করেছি যাহাতে আমার দোকানে মালামাল উদ্ধারসহ লুটরাস কারীদের আটক করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।