বিশেষ প্রতিনিধিঃ খন্দকার ছদরুজ্জামান
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ায় ফেসবুকে মহানবীকে (সা:) নিয়ে বিতর্কিত মন্তব্যকারী আকাশ সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ জুলাই) দিবাগত রাতে খুলনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আকাশ সাহা দিঘলিয়া সাহাপাড়ার অশোক সাহার ছেলে। এর আগে পুলিশ শুক্রবার আকাশ সাহার বাবা অশোক সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আকাশ সাহাকে খুলনা থেকে গ্রেফতার করে নিয়ে নড়াইল আসা হয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে আকাশ সাহা নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তের বাবা অশোক সাহাকে আটক করে পুলিশ।
এদিকে ফেসবুকে বিতর্কিত মন্তব্যের জেরে ওই দিন সন্ধ্যার পর স্থানীয় একটি মন্দির ও দিঘলিয়া বাজারের ৪-৫টি দোকান ভাঙচুর এবং একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।