প্রকাশক: মোঃ রিপন মিয়া
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ৪ নং নোয়াগ্রাম ইউনিয়ন এর অন্তর্ভুক্ত মানিকগঞ্জ বাজার থেকে শুলটিয়া গামী প্রধান যোগাযোগ রাস্তার আজ বেহাল দশা । রাস্তাটি সুলটিয়া গ্রামের যোগাযোগের প্রাণকেন্দ্র। এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে কয়েক গ্রামের মানুষ।
রাস্তাটি কিছু দিন আগেও পিজের রাস্তা ছিলো। প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে অসংখ্য মানুষ চলাচল করে। ঐতিহ্যবাহী শামুকখোলা কওমি মাদ্রাসায় যাওয়ার একমাত্র রাস্তা এটি।
সেখানে হাজার ছাত্র লেখাপড়া করে। রাস্তাটির বিকল্প না থাকায় এটাই ব্যবহার করে একাধিক গ্রামের লোক জন চলাচল করছে। রাস্তাটির পাশে ইটের ভাটা এবং কিছু দিন আগে খাল খননের কারণে এখন রাস্তাটির অবস্থা খুব খারাপ।
রাস্তাটির উপরে অস্বাভিক কাদা জমাট বেধেছে। এমন অবস্থা হওয়ার কারনে সেই এলাকার জনগনের চলাচল করতে খুবই অসুবিধা হচ্ছে।
বৃষ্টি হলেই চলাচলে আর কোন পথ থাকেনা। রাস্তাটি পুরোই আকেজো হয়ে পড়েছে। এলাকার কয়েক জনের সাথে কথা বলে জানা যায় সুলটিয়া গ্রামের প্রধান সড়ক এটি। তারা জানান আমরা বেশির ভাগ পরিবার কৃষি নির্ভর ফসলের জন্য প্রয়োজনীয় সকল ঔষধ,সার নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করি এমনকি প্রতি দিন আমাদের গ্রামের উৎপাদিত সবজি নিয়ে মানিকগঞ্জ ও লোহাগড়া বাজারে ন্যায্য মূল্যে বিক্রির জন্য নিয়ে যায় পথিমধ্যে দুর্ঘটনা হলে আমাদের স্বল্প দামে সেগুলো বিক্রি করে দিতে হয়।
আমাদের প্রতিদিন দুর্ঘটনার কবলে পড়তে হয় বিধায় অনেক সময় চাহিদা অনুযায়ী বাজারে পৌছে দিতে পারি না ফলে বাজারের কাঁচা সবজি সহ অনেক কিছুর দামও বৃদ্ধি পায়। তাই রাস্তাটি দ্রুত মেরামত করার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই।
রাস্তাটি সংস্কার হলে দূর্ভোগ একটু হলেও কমবে সেই সাথে মানিকগঞ্জ হয়ে ব্রাহ্মণডাঙ্গা হয়ে নড়াইলের যাত্রাপথের দুরত্ব কমবে প্রায় ৭ কিঃমি।