1. chitrabani24@gmail.com : admin :
  2. qwsd@postcards-hawaii.com : leannetolmer375 :
  3. herokkazi6@gmail.com : mohidul :
  4. saddamuddinraj@gmail.com : Saddam Uddin Raj : Saddam Uddin Raj
  5. yusuf@ataberkestate.com : TimothyGuete :
শার্শায় দিনমজুরের দখলি সম্পত্তি জবর দখলের অভিযোগ » Chitrabani 24 | online news paper
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:০৮ পূর্বাহ্ন

শার্শায় দিনমজুরের দখলি সম্পত্তি জবর দখলের অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ২৬২ জন পাঠক দেখেছে

শার্শা প্রতিনিধিঃ
যশোরের শার্শার পল্লীতে হোসেন আলী নামের এক দিন মজুরের দখলি সম্পত্তি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাড়ের কায়বা গ্রামে।

এঘটনায় এলাকার বাসির মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। যে কোনো মুহূর্তে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে ব্যাপক সংঘসের আশংকা করছে এলাকা বাসি। ফলে এলাকা বাসির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে,যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের পাড়ের কায়বা গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে হোসেন আলী দীর্ঘ দিন ধরে দখলি সম্পত্তি হিসাবে পাড়ের কায়বা মৌজায় ৪৯৮০ ও ৪৯৮২ দাগের ৬৭ শতক জমি ভোগ দখল করে বসবাস করছে। সম্প্রতি একই উপজেলার রদ্রপুর গ্রামের আয়ূব আলীর ছেলে আব্দুল খালেক ও পাড়ের কায়বা গ্রমের মৃত মোসারাফ হোসেনের ছেলে নাজমুল হাসান এম এর নেতৃত্বে একই গ্রামের রফিকুলের ছেলে ইব্রাহিম, হামিদ বিডিয়ারের ছেলে জাহাঙ্গীর,গফ্ফারের ছেলে আরিফ,আফিল উদ্দিনের ছেলে চঞ্চল, পাচঁ কায়বা রমজান কালুর ছেলে মিলন, রফিকুল ইসলাম নুনুর ছেলে মিকাইল, রউফের ছেলে আব্দুল্লাহ সহ জিম,সুজন,সাগর ও হাফিজুল হোসেনের বসত বাড়িতে এসে হামলা চালায়। এ সময় দূর্বিৃত্তরা হোসেনের বাড়ী ঘর দোয়ার ভেঙ্গে ঘুড়িয়ে দেয়। একই সাথে দূর্বৃত্তরা হোসেন আলীর দখলি সম্পত্তি যবর দখল করতে ব্যাপক তান্ডব চালিয়ে হসেন আলীকে প্রান নাশের হুমকি দিয়ে ঘটনা স্থান ত্যাগ করে। এলাকার চিহ্নিত এ সকল সন্ত্রাসীরা প্রভাব শালী হওয়ায় প্রানের ভয়ে হোসেন আলীর পরিবার পরিজন নিয়ে মানবতায় জীবন যাপন করছে। এতে এলাকা বাসীর মধ্যে ব্যাপক ও আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী পরিবারটির পক্ষে দূর্বৃত্তদের হটাতে এলাকাবাশী একজোট হয়েছে। যেকোন মুহূর্তে বড় ধরনের দূর্ঘটনার আশংকা বিরাজ করছে।

এমতাবস্থায়, এলাকার সচেতন মহল সংশ্লিষ্ট প্রশাসানের সুদৃষ্টি কামনা করছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খাঁন মুঠোফোনে জানান এলাকা বাসি বক্তব্যে ও কাগজপত্র দেখে আমার মনে হলো জমি নাজমুল হাসান এম পাবে। তবে সরকারি জমি রেজিষ্ট্রি কিভাবে হলো এটা জানি না।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2022 | Chitrabani 24
Theme Customized By BreakingNews