মো. নাঈম হাসান ঈমন,ঝালকাঠি প্রতিনিধিঃ ভোলায় জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের সদস্য আঃ রহিম মাতুব্বর কে পুলিশ কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪আগষ্ট) সাড়ে ১১টায় রাজাপুর উপজেলার পিংড়ি বাড়ইবাড়ি এলাকায় উপজেলা যুবদলের আয়োজনে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন মোল্লা, যুবদল নেতা মো. মাসুম বিল্লাহ পারভেজ, সৈয়দ নাজমুল হাসান, আবু সায়েম আকন প্রমূখ।