মনির খান বিশেষ প্রতিনিধি।
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল গ্ৰামের মোঃ এনামুল খান এর ছেলে লোহাগড়া বাজারে মোবাইল সার্ভিসিং মেকার মোঃ ইমরান খান কে গত ১ আগষ্ট ২০২২ তারিখ সকাল ১০,৩০ মিনিটের সময় প্রবাসীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস ইমরান খান কে অর্থের লালসা দিয়ে ভাগিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
ইমরান খান এর স্ত্রী মোছাঃ পাপিয়া সুলতানা বলেন আমি গত ২ আগষ্ট ২০২২ তারিখ বাদী হয়ে প্রবাসীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস এর নামে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
পাপিয়া সুলতানা আরো বলেন, ইমরান খান এর সাথে গত ১৬ মাষ পূর্বে শরীয়ত মোতাবেক কাবিন রেজিস্ট্রি করে বিবাহ হয়। এবং আমাদের দাম্পত্য জীবন বেশ সুখে শান্তিতে ই কাটছিল।এর ই মধ্যে আমাদের একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করে বর্তমান ওই ছেলের বয়স ২ মাস। আমি স্বামী সন্তান নিয়ে লোহাগড়া পৌর এলাকার জয়পুর গ্ৰামের বিপুল মোল্লার বাড়িতে ভাড়া থাকিতাম।
আমার স্বামী ইমরান খান লোহাগড়া বাজারে মোল্লা মার্কেটে মোবাইল সারভিসিং এর কাজ করতেন এবং আমার স্বামীর দোকানে জান্নাতুল ফেরদৌস নামের ওই মহিলা মোবাইল মেরামতের জন্য আসতো এবং তাদের ২ জনের মধ্যে পরকিয়ার প্রেম শুরু হয়, ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোন ব্যস্ত দেখা তো। প্রাই দিন রাতে ইমরান খান বাসায় আসতো না, মোবাইল ফোন বন্ধ রাখতো।
তখন পাপিয়া সুলতানা তার স্বামীর খোঁজ খবর নিতে শুরু করে, এবং একপর্যায়ে ওই প্রবাসীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস এর ঠিকানা খুঁজে পাই। লোহাগড়া পৌর এলাকার কলেজ এলাকার সরকার পাড়ার সৌদি প্রবাসী মনির খান এর স্ত্রী জান্নাতুল ফেরদৌস। বিষয় টি জান্নাতুল ফেরদৌস এর ভাই ও বোন কে অবগত করা হলে, তাহারা কথা দিয়েছিল তাদের বোন কে ভুল পথ থেকে ফিরিয়ে নিবে।
ইতি মধ্যে গত ১ আগষ্ট ২০২২ তারিখ ইমরান খান তার স্ত্রী পাপিয়া সুলতানা কে বলেন আমি ঢাকা তে যাচ্ছি বিদেশ যাবো পাসপোর্ট করার জন্য। এবং মালয়েশিয়ার ভাষা লিখবো মর্মে জানিয়ে ঢাকাতে রওনা হন। পরবর্তীতে ইমরান খান এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ইতি মধ্যে জান্নাতুল ফেরদৌস এর বোন পাপিয়া সুলতানা কে মোবাইল ফোনে জানান তার বোন জান্নাতুল ফেরদৌস ও বাসায় নাই ২ টি সন্তান রেখে নিরুদ্দেশ হয়ে গেছে। পরিশেষে পাপিয়া সুলতানা বলেন আমার স্বামী ইমরান খান কে জান্নাতুল ফেরদৌস টাকার লোভ দিয়ে নিয়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছে।
অভিযোগের তদন্ত কর্মকর্তা লোহাগড়া থানার এসআই আকিজ এর সাথে কথা হলে তিনি বলেন আমরা জোর চেষ্টা চালাচ্ছি তাদের খুঁজে বের করার।