বিশেষ প্রতিনিধিঃ খন্দকার বদরুজ্জামান
নড়াইলের লোহাগড়া উপজেলায় ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে গ্রেফতারকৃত স্বেচ্ছাসেবক দলেরনেতা মো. তারিকুল ইসলাম (৪২), তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১০ আগষ্ট) নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ এর বিচারক মো. মোরশেদুল আলম এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তৌফিক হাসান বিষয়টি নিশ্চিত করেন, আদালতে আসামি মো. তরিকুল ইসলামের সাত দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করছেন।
উল্লেখ্য, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক মো. তারিকুল ইসলাম তার পরিচালনাধীন ফেসবুক আইডি থেকে গত শনিবার (৬ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ একটি পোস্ট দেন এবং তা শেয়ার করেন। এর পরপরই পোস্টটি ভাইরাল হয়।
ফেসবুকে দেয়া সেই পোস্ট নজরে আসলে নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ ঘোষ রাহুল বাদী হয়েো সোমবার (৮ আগস্ট) তারিকুল ইসলামের বিরুদ্ধের ডিজিটাল নিরাপত্তা আইনে লোহাগড়া থানায় মামলা করেন। ওই দিন ই লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের পার-শালনগর গ্রামের মৃত কাজী আব্দুল মান্নানের ছেলে মো. তরিকুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ।