1. chitrabani24@gmail.com : admin :
  2. qwsd@postcards-hawaii.com : leannetolmer375 :
  3. herokkazi6@gmail.com : mohidul :
  4. saddamuddinraj@gmail.com : Saddam Uddin Raj : Saddam Uddin Raj
  5. yusuf@ataberkestate.com : TimothyGuete :
রংপুরে ফিরেদেখা ও লিটিলম্যাগ শতরঞ্জি এর আয়োজন অনুষ্ঠিত হলো কবি-লেখকগণের শেকড়সন্ধানী অনুষ্ঠান 'চিরঞ্জীব শেখ মুজিব'। » Chitrabani 24 | online news paper
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন

রংপুরে ফিরেদেখা ও লিটিলম্যাগ শতরঞ্জি এর আয়োজন অনুষ্ঠিত হলো কবি-লেখকগণের শেকড়সন্ধানী অনুষ্ঠান ‘চিরঞ্জীব শেখ মুজিব’।

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৩১৬ জন পাঠক দেখেছে


রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ।

শোকের মাস উপলক্ষ্যে সাহিত্য সংস্কৃতি সামাজিক সংগঠন ফিরেদেখা ও লিটিলম্যাগ শতরঞ্জি এর আয়োজন অনুষ্ঠিত হলো কবি-লেখকগণের শেকড়সন্ধানী অনুষ্ঠান ‘চিরঞ্জীব শেখ মুজিব’।
বুধবার সকাল ১১টায় রংপুর মহানগরীর দামোদরপুরের জোবেদা আজিজন বালিকা উচ্চবিদ্যালয় ও মমহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পনেরো আগস্টের শোক, বঙ্গবন্ধুর জীবন কর্ম, আদর্শ ও মুক্তি-সংগ্রামের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন কবি লেখকগণ। এ সময় বক্তারা বলেন, ১৯৭১ এ মুক্তিযুদ্ধ হয়েছিল বাঙালির স্বাধীনতা এবং বাঙালির আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে। দেশে স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে।

কিন্তু এখনও অনেকাংশে বাঙালি আদর্শ প্রতিষ্ঠা হয় নাই। যে কারণে পনেরো আগস্ট ১৯৭৫ এ বিপথগামীদের হাতে জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়। অনুষ্ঠানে লেখক ও বাংলাদেশ বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম, ইতিহাস গবেষক ও লেখক রেজাউল করিম মুকুল, কবি ড. শাহ সুলতান তালুকদার, কবি শাহিদা মিলকী, কবি হাসনাইন রাব্বি বক্তব্য রাখেন। অনুষ্ঠান মূল পরিকল্পনা ও সঞ্চালন করেন ফিরেদেখা ও শতরঞ্জি সম্পাদক সাকিল মাসুদ।

সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ আতিয়ার রহমান প্রামাণিক।
সাকিল মাসুদ বলেন, জঙ্গিবাদমুক্ত বাংলা ও বাঙালি সংস্কৃতির মূল্যবোধ পল্লীর আনাচে কানাচে পৌঁছে দিতে স্কুল কলেজের শিক্ষার্থীদের সাথে বাঙালির ইতিহাস, ঐতিহ্য তুলে ধরে কবি-লেখকগণকে নিয়ে শিক্ষার্থীদের সাথে দ্বিতীয়বারের মতো এই শেকড়সন্ধানী আয়োজন। এ অনুষ্ঠান ধারাবাহিকভাবে রংপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা অব্যাহত থাকবে। খবরবিজ্ঞপ্তি

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2022 | Chitrabani 24
Theme Customized By BreakingNews