1. chitrabani24@gmail.com : admin :
  2. qwsd@postcards-hawaii.com : leannetolmer375 :
  3. herokkazi6@gmail.com : mohidul :
  4. saddamuddinraj@gmail.com : Saddam Uddin Raj : Saddam Uddin Raj
  5. yusuf@ataberkestate.com : TimothyGuete :
নবীগঞ্জে টমটম খাদে পড়ে একজনের মৃত্যু » Chitrabani 24 | online news paper
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২:২১ অপরাহ্ন

নবীগঞ্জে টমটম খাদে পড়ে একজনের মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৯৭ জন পাঠক দেখেছে

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নবীগঞ্জ-মার্কুলী সড়কের বাউসী এলাকায় টমটম (ব্যাটারিচালিত ইজিবাইক) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রবোধ চক্রবর্তী ঝন্টু (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ দূর্ঘটনায় টমটম চালক এবং আরও কয়েজন ছাত্র আহত হয়েছেন।

সোমবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার মারকুলি সড়কের চৌকি থেকে বোয়ালিয়া বাজারে আসার পথে বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের বাউসী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত প্রবোধ চক্রবর্তী ঝন্টু চৌকি গ্রামের ফনি ভূষণ চক্রবর্তীর ছেলে।

পুলিশ ও স্থানীরা জানান, ঝন্টু ব্যাটারি চালিত টমটম যোগে বাড়িতে যাওয়ার পথিমধ্যে বাউসী এলাকায় পৌঁছামাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে টমটমটি খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন যাত্রী ঝন্টু। তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, টমটমটি দ্রুত গতিতে যাচ্ছিলো, পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এতে যাত্রী ঝন্টু গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও বলেন, নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে, নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই এবং লাশ ময়না তদন্ত ছাড়া দাফনের জন্য আবেদন করেছে। আবেদন অনুমোদন হলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ দূর্ঘটনায় ওপর আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।

এ. জি জুবরান চৌধুরী
হবিগঞ্জ জেলা প্রতিনিধি, দৈনিক চিত্রাবাণী-২৪
যোগাযোগ: ০১৭৫৬৭৫৮০০৪

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2022 | Chitrabani 24
Theme Customized By BreakingNews