মোঃমনির মন্ডল, সাভারঃ সাভারের বনগাঁও আব্দুর রহমান জামে মসজিদের মক্তবের শিশু ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মসজিদের ঈমামকে আটক কেরেছে পুলিশ। এঘটনায় শিশুর পিতা সাভার মডেল থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন।
বুধবার (০৭ আগস্ট) সকালে সাভারের বনগাঁও আব্দুর রহমান জামে মসজিদের ঈমাম আটকের।
সে পাবনা জেলার আমিনপুর থানার মৃত আবুল হাসেমের ছেলে মো. ইউসুফকে (৩২)। প্রায় দের বছর ধরে আব্দুর রহমান জামে মসজিদের ইমামতি ও মক্তবে পড়ান তিনি।
মসজিদের জমি দাতা নূর হোসেন বলেন, বাচ্চাটা আগে মাদ্রাসায় পড়তো পরে মাদ্রাসা থেকে এনে মক্তবে দেয় ওর বাবা-মা। সকালে ও বিকেলে দুই বেলা মসজিদে যেয়ে পড়াশোনা করত। ঘটনার কথা শুনতে পেরে ভুক্তভোগী শিশুর পিতা আব্দুর রহিম ও আত্মীয়-স্বজনরা আমাদের সামনে ওই ইমামকে ঘটনার সত্যতার কথা জিজ্ঞাসা করলে সে স্বীকার করে। এরপর পুলিশ তাকে নিয়ে যায়। শুনেছি একটি ধর্ষণ চেষ্টা মামলা করেছে ওই শিশুর বাবা।
এবিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান বলেন, প্রতিদিনের মতো ওই শিশু মঙ্গলবার সকালে বনগাঁও ইউনিয়নের সাধাপুর আব্দুর রহমান জামে মসজিদ আরবি পড়তে যায়। এসময় মসজিদের ঈমাম তাকে কৌশলে ধর্ষণচেষ্টা করে। পরে শিশুটি বাসায় গিয়ে তার পরিবারকে জানালে তার বাবা থানায় লিখিত অভিযোগ করেন । এরপর বুধবার সন্ধ্যায় গোপের বাড়ি মসজিদ থেকে অভিযুক্ত ঈমামকে আটক করা হয়। রাতে এঘটনায় মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।