“হে রাজনীতির শুদ্ধ পুরুষ,,,,,,
আমার রাজনৈতিক অভিভাবক আমার শ্রদ্ধা ভাজন প্রিয় লিডার,,,,,,
এমন কি তাড়া ছিল?
আমাদের অসহায় করে, ওপারে চলে যাওয়ার।।
আমি তো আপনার কাছে এতোবড় পদ চাইছিলাম না,
হতে চেয়েছিলাম সদস্য, দিয়ে দিলেন থানা যুব-মহিলা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি করে।।
এতোবড় দায়িত্ব ভার আমি যেন হাজারো ষড়যন্ত্রের মধ্যে থেকেও আপনাকে দেওয়া কথা রাজপথে থেকে পালন করতে পারি সেই জন্য আপনার কাছে প্রাণভরে দোয়া চাই।।জয় বাংলা জয় বঙ্গবন্ধু। জয়ন্তু সৈয়দ আশরাফ।।
আল্লাহর রহমতে আপনার দোয়া সাথে থাকলে কোন ষড়যন্ত্রই আমাকে থামাইয়া রাখতে পারবে না।জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।।
রাজপথে থেকে যদি মরে যাই তবে হবো শহীদ,
আর বেঁচে থাকলে, উড়বে মোর হাতে বিজয় পতাকা।।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।।
বিঃদ্রঃ এখনেই সময় রুখে দাঁড়াবার,আওয়ামী লীগ থেকে হাইব্রিড সরাবার।।।”
লেখক:
জেসমিন সুলতানা পুস্প
প্রতিষ্ঠাতা সভাপতি,
হোসেনপুর উপজেলা যুব-মহিলা লীগ, কিশোরগঞ্জ।