রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ
প্রতিষ্ঠার চার বছর পুর্তিতে আনন্দশোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালন করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ-আপিএমপি।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কর্মসূচির উদ্বোধন করেন কমিশনার নুরে আলম মিনা বলেছেন, প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। এর আগে কমিশনার কার্যালয় থেকে রেঞ্জ ডিআইজি ও আরপিএমপির প্রথম কমিশনার আব্দুল আলীম মাহমুদ ও বর্তমান কমিশনার নুরে আলম মিনার নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক শেষে আবারও কার্যালয়ে গিয়ে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় সর্বস্তরের পুলিশ সদস্যরা অংশ নেন।
এছাড়াও দিনব্যাপি খাবার বিতরণ, স্বাস্থ্য পরীক্ষা, ট্রাফিক সচেতনতাসহ নানা ধরণের আয়োজন রাখা হয়েছে দিনটি উপলক্ষে। এর আগে সাতদিন ব্যাপি অপরাধ বিভাগ, গোয়েন্দা বিভাগ, ট্রাফিক বিভাগ, ৬টি থানাসহ বিভিন্ন ইউনিট পৃথক পৃথক বিভিন্ন কর্মসূচি পালন করে। রাতে নৈশ ভোজের মাধ্যমে শেষ হবে কর্মসূচি।
২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছিল রংপুর মেট্রোপলিটন পুলিশ।